নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
আগের তালিকা বজায় রেখে দরিদ্র জনগনকে নায্য সরকারি খাদ্যের জি আর বন্টনের দাবিতে আজ বালুরঘাট পুরসভার সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হলো দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্ট। পাশাপাশি এই দাবি নিয়ে তাদের দাবি সনদও প্রদান করা হল বালুরঘাট পুরসভাতে।
জেলা বাম ফ্রন্টের নেতা তথা আর এস পি দলের নেতা বিমল সরকার এই ব্যাপারে বালুরঘাট পুরসভার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন দরিদ্র মানুষদের সরকার জি আর দিয়ে থাকে এবং তা বিডিও অফিস বা পুরসভাতে থাকা তালিকা অনুযায়ী সেই সব জি আর এর টোকেন বিলি করা হয়ে থাকে।
আরও পড়ুনঃ বহরমপুরে অনশন, ধর্নায় বিজেপি
এতদিন সেই পুরনো তালিকা দেখেই বালুরঘাট পুরসভা সরকারি জি আর এর টোকেন বিলি করে আসছিল। আর এস পি নেতার অভিযোগ কিন্তু হঠাৎ করে দেখা গেল বালুরঘাট পুরসভা সেই পুরোনো তালিকা বাতিল করে রাতারাতি নতুন তালিকা বানিয়ে সে সব মানুষদের মধ্যে জি আরের টোকেন বিলি করছে।
অথচ পুরোনো তালিকায় থাকা দরিদ্র মানুষজন জি আর না পেয়ে সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে ৷ আমাদের আজকে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে । তার আরও দাবি পুরসভা এভাবে পুরোনো তালিকা বাতিল করতে পারেনা।
আরও পড়ুনঃ কংগ্রেস ব্যতিক্রমী দাবি অধীরের
তদন্ত করে তারা যদি দেখে এসব মানুষজন রাতারাতি ধনী হয়ে গেছে তাহলে তারা তাদের তালিকা থেকে বাদ দিতেই পারে তাতে কারো কিছু বলার নেই। কিন্তু তদন্ত না করে যেসব দরিদ্র মানুষ ওই তালিকায় রয়েছেন, তাহলে তাদের কেন সরকারি এই সাহায্যের জি আর টোকেন থেকে বঞ্চিত করা হবে? দাবি মানা না হলে এই আন্দোলোন আগামীতে আরও ব্যাপক ভাবে পথে নামতে বাধ্য করবে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584