করোনায় আক্রান্ত হরিরামপুরের সিপিএম বিধায়ক

0
72

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাটঃ

কুমারগঞ্জের তৃণমুলের বিধায়কের পর এবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার সি পিএম এর বিধায়ক করোনা তে আক্রান্ত হলেন। গতকাল রাত্রে মালদা মেডিক্যালের ভিআরডিএলএ থেকে রিপোর্ট এলে দেখা যায় জেলায় নতুন করে ৩৩ জনের শরীরে করোনা পজিটিভ।

corona hospital | newsfront.co
ফাইল চিত্র

এদের মধ্যে হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলামের নামও রয়েছে। এদিনের ৩৩ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৬। আক্রান্তদের মধ্যে ৩৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। তবে জেলায় সরকারি ভাবে মৃত্যুর ঘটনা জানানো না হলেও ইতিমধ্যে জেলায় ৬ জনের মৃত্যুর বিষয়টি সামনে এসেছে।

আরও পড়ুনঃ উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত ১১২৯ জন

এদিকে নতুন করে জেলায় ৩৩ জন আক্রান্তের মধ্যে জানা গেছে জেলা সদর বালুরঘাটেই সংক্রামিত হয়েছেন ১৭ জন। এছাড়া বালুরঘাট গ্রামীণ এলাকায় ৮, কুশমন্ডিতে ৪ ও হরিরামপুরে ৪ জন সংক্রামিত হয়েছেন।গত ১৯ থেকে ২১ জুলাই আক্রান্তদের থেকে সোয়াব সংগ্রহ করে জেলা স্বাস্থ্য দফতরের তরফে মালদা মেডিক্যাল কলেজের পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল বলে জানা গেছে।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি: ২২শে জুলাই, সকাল ৮ ঘটিকা

আরও জানা গেছে নতুন আক্রান্তদের মধ্যে বালুরঘাট আদালতের ৫জন কর্মী সংক্রামিত হয়েছেন। এছাড়া বালুরঘাট শহরের বটকৃষ্ণ পল্লী, পাওয়ারহাউজ, বেলতলা পার্ক, চকভবানী, চকভৃগু, উত্তর চকভবানী, নামাবঙ্গিতে ১জন করে করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলপুরে ৩জন ও নারায়ণপুরে ২জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বালুরঘাট ব্লকের পরানপুরে ২জন, বাদামাইল, চিঙ্গিশপুর, গঙ্গাসাগর, কামারপাড়া, মাতৃছাব্রাদুল ও রঘুনাথপুরে ১জন করে সংক্রামিত হয়েছেন। হরিরামপুরে বিধায়ক সহ ৪জন, কুশমন্ডিতে ৪জন সংক্রামিত হয়েছেন।

প্রসঙ্গত এর আগেও বালুরঘাট আদালতের মহুরি, কর্মী ও আইনজীবীদের একসাথে ৩৪ জনের শরীরে করোনা পজিটিভের হদিস মিলেছিল। এদিকে আজও যাদের করোনা পজিটিভ এসেছে তাদের কোন পূর্বের বা বর্তমানে ভ্রমণ করবার কোন খবর নেই বলে জানা গেছে। জানা গেছে আক্রান্তদের সেফ হাউজ বা কোভিড হাসপাতালে আনার প্রক্রিয়া জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে শুরু হয়েছে।

আরও পড়ুনঃ উত্তর দিনাজপুরে বাড়ছে সংক্রমণ,লকডাউন মানার আবেদন প্রশাসনের

ইতিমধ্যেই সম্ভবত আগামী কাল জেলার বালুরঘাট শহরের পুরোনো করোনা হাসপাতালটিকে সরিয়ে নতুন করে বালুরঘাট শহরের যুব হোস্টেলকে করোনা হাসপাতালে রূপান্তর করার কাজ শেষ হয়েছে। সম্ভবত আগামীকাল তা খুলে দেওয়া হবে।জেলায় দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পুরোনো করোনা হাসপাতালের জায়গার অভাবের কারণে এই প্রশাসনের সংক্রমিতদের আর ও ভাল পরিষেবা দেবার জন্য এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here