নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বুধবার মেদিনীপুর শহরে দীর্ঘ সময়ের ব্যবধানে বিশাল আকারের দৃপ্ত মিছিল করল পশ্চিম মেদিনীপুর জেলা বামফ্রন্ট। দীর্ঘদিন দিন বাদে মেদিনীপুর শহরের প্রধান রাস্তা সহ রিংরোড জুড়ে আছড়ে পড়লো লাল ঝান্ডার ঢেউ। কৃষক বিরোধী কৃষি আইন বাতিল সহ নানা দাবিকে সামনে রেখে মেদিনীপুর শহরে মহামিছিল অনুষ্ঠিত হল জেলা বামফ্রন্টের আহ্বানে।
বুধবার বিকেলে এই মহামিছিল শুরুর আগে মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, জেলা সম্পাদক তরুণ রায়, সিপিআইএম নেতা তাপস সিনহা, প্রাক্তন বিধায়ক তথা সিপিআই নেতা সন্তোষ রানা, কংগ্রেসের জেলা সভাপতি সমীর রায়,আরএসপি’র শক্তি ভট্টাচার্য, ফরোয়ার্ড ব্লকের সুকুমার সিং, সিপিআইএমএলের শৈলেন মাইতি সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ মাথাভাঙার নিশিগঞ্জে প্রতিবাদ মিছিল তৃণমূলের
উল্লেখ্য, সমাবেশে উপস্থিত হয়ে মিছিলকে সমর্থন করলেও মিছিলে হাঁটেননি কংগ্রেস নেতৃত্ব। জেলার বিভিন্ন প্রান্তের প্রায় হাজার দশেক মানুষ এদিনের মিছিলে অংশ নেন। গোটা মিছিলে হেঁটে সামনের সারি থেকে মিছিলে নেতৃত্ব দেন সূর্যকান্ত মিশ্র, তরুণ রায়,তাপস সিনহা, কীর্তি দে বক্সী সহ অন্যান্য বাম নেতৃত্ব।এই দিন এই প্রতিবাদ মিছিলে কৃষি আইন বাতিল সহ, কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে অবিরত স্লোগান উঠতে থাকে।
আরও পড়ুনঃ উৎসবের মরশুমে যাত্রীচাপ বাড়ায় আগামী সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টায়
তবে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর জেলায় বামেদের শক্তি ক্ষয় হয়েছে।বহু বাম কর্মী তৃণমূল ও বিজেপি দলে যোগ দিয়েছেন। যার ফলে বামেদের লালঝান্ডার মিছিল সে ভাবে মেদিনীপুর শহরে দেখা যায় নি। কিন্তু বুধবারের মিছিল মেদিনীপুর শহরকে প্রায় বেশ কিছুক্ষণ স্তব্ধ করে দিয়েছিল।এই মিছিলের ফলে বাম কর্মীরা নির্বাচনের আগে আরও দলের হয়ে কাজ করতে উদ্যোগী হবেন বলে জেলার রাজনৈতিক মহলের অনুমান।
আরও পড়ুনঃ বিজ্ঞাপন বিতর্ক, গুজরাতে গয়না প্রস্তুতকারক সংস্থার শোরুমে হামলা হিন্দুত্ববাদী সমর্থকদের
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ২০২১ র ভোট এই সরকার সুস্থভাবে দিতে দেবেনা, কিন্তু মানুষ সুস্থ ভাবেই দেবে,ওদের অশান্ত করার ক্ষমতা অনেক কমে গেছে বুঝতে হবে। অন্যদিকে ছত্রধর প্রসঙ্গে তিনি বলেন, যিনি জ্ঞানেশ্বরী কান্ডের শীর্ষ হিসেবে পরিচিত ছিল তিনি আজ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
“তৃণমূলের মধ্যেই তো মাওবাদীরা আছেন” এমনই বিস্ফোরক মন্তব্য করেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সব মিলিয়ে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে রাজ্যের রাজনৈতিক লড়াইয়ের পারদ আরও যে ঊর্ধ্বমুখী হচ্ছে সেটা বলা বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584