নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের কেশপুর বাজারের সিপিএম দলের কার্যালয় জামশেদ আলী ভবন প্রাঙ্গনে প্রয়াত সিপিএম নেতা জামশেদ আলীসহ অন্যান্য সিপিএম নেতার স্মরণে স্মরণসভার আয়োজন করা হয়।
ওই স্মরণ সভায় বক্তব্য রাখেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক তরুণ রায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত সকলেই শহীদ বেদীতে মাল্যদান করে দলের প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুনঃ কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি দখলের পথে তৃণমূল কংগ্রেস
স্মরণসভায় কেশপুরের প্রয়াত নেতা জামশেদ আলী ও অন্যান্য প্রয়াত নেতাদের সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক তরুণ রায়। তিনি বলেন, “দল প্রয়াত নেতাদের ভুলে যায়নি,তাই তাদের স্মরণে এই স্মরণসভার আয়োজন করা হয়েছে।
আগামী দিনেও তাদের স্মরণ করা হবে।” তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। করোনা পরিস্থিতির মধ্যেও প্রায় ৫০০ জন দলীয় কর্মী ওই স্মরণসভায় অংশগ্রহণ করেছিল বলে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584