নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
একদিকে করোনার জেরে লকডাউনে বিপর্যস্ত চাষীরা। পাশাপাশি আমপান ঝড়ে বোরোধান, পাট, সব্জি, ভুট্টা, তুঁত, রেশম চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এবার পথে নেমে আন্দোলন শুরু করল বামেদের কৃষক, খেতমজুর ও শ্রমিক সংগঠন।
এদিন রাজ্যজুড়েই একযোগে আন্দোলন শুরু হয়েছে। একইসঙ্গে মালদহের হরিশ্চন্দ্রপুর ও চাঁচলেও আন্দোলন হয়। বুধবার দুপুরে সামাজিক দূরত্ববিধি মেনেই ওই আন্দোলনে হাজির ছিলেন জেলা ও ব্লক নেতৃত্ব। পরে তাদের দাবিদাওয়া প্রধানদের হাতে তুলে দেওয়া হয়। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভের পর ওই দাবি পাঠানো হবে মুখ্যমন্ত্রীকেও বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ বাড়ি ফেরা হল না সুদর্শনের
চাষীদের ভর্তুকি দিয়ে সার, বীজ, ডিজেল সরবরাহ করা, গ্রামে গ্রামে ক্যাম্প করে চাষীদের কাছে থেকে সরকারি দামে ফসল কেনা, এছাড়াও অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা ও রেশনে গরিব মানুষদের মাথাপিছু ১৫ কিলোগ্রাম করে চাল, ডাল, তেল, আলু দেওয়ারও দাবি রয়েছে তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584