কৃষকদের ডাকা ভারত বনধে মুর্শিদাবাদে চলল মিছিল – কোথাও পথ অবরোধ

0
87

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

আজ সারা ভারত কৃষক সভার ডাকে গোটা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর,রঘুনাথগঞ্জ,কান্দি,বহরমপুর, জলঙ্গি ও ডোমকল সহ লালগোলার সিপিআইএম কর্মী সমর্থকদের পক্ষ থেকে সকল থানার দোকানদারকে দোকান বন্ধ রাখার অনুরোধ করা হয়।

cpim members | newsfront.co
পথ অবরোধ করে বিক্ষোভ বামেদের। নিজস্ব চিত্র

এই ডাকে বিভিন্ন দোকানদার সাড়া দিয়ে কৃষি বিল বাতিলের পক্ষে দাঁড়িয়ে ধর্মঘট সফল করে বলে জানাযায়। এছাড়াও এলাকার ব্যস্ততম জায়গা গুলিতে পিকেটিং করে আজকের এই ধর্মঘট পালন করার জন্য মানুষকে বোঝানো হয়।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে রাস্তায় ক্রিকেট খেলে বন্‌ধ উদযাপন অশোকের

members protest | newsfront.co
জলঙ্গিতে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ লাইনে বসে বিক্ষোভ, লাল পতাকা নিয়ে রেল অবরোধ দমদম থেকে যাদবপুর

কৃষি বিল বাতিলের দাবিতে ধর্মঘটের সমর্থনে জেলা জুড়ে সিপিআইএম – কংগ্রেস সহ পপুলার ফন্ট মিছিল ও পথ অবরোধ করে।এদিন জলঙ্গি বিধানসভার প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার ও কংগ্রেস ব্লক সভাপতি আব্দুর রাজ্জাক কৃষকদের দাবি মানতে হবে এবং কৃষিবিল বাতিল করতে হবে বলেও দাবি তোলেন।

পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় জলঙ্গি বিডিও অফিসের সামনে। ব্লক সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ গোটা রাজ্য জুড়ে কেন্দ্রের বিজেপি সরকারের কৃষিবিলের বিরুদ্ধে ও কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আজকের অবস্থান বিক্ষোভ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here