বেকার যুবকদের কাজের দাবিতে বাম ছাত্র – যুবদের বিক্ষোভ

0
88

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মঙ্গলবার এস এফ আই ও ডিওয়াইএফআই এর বিক্ষোভকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের কার্যালয়ের সামনে। জেলাশাসকের অফিসের সামনে চপ ভেজে প্রতিবাদ জানানো হয় বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে।

members protest | newsfront.co
নিজস্ব চিত্র

সমস্ত বেকারদের চাকরি না হওয়া পর্যন্ত মাসিক ছয় হাজার টাকা ভাতা প্রদান ও চলতি শিক্ষা বর্ষে ফি মকুবের দাবি নিয়ে জেলাশাসকের দফতরে ডেপুটেশন দিলো জেলা ডি ওয়াই এফ আই ও এস এফ আই বামপন্থী সংগঠন। প্রায় হাজারেরও বেশি কর্মী নিয়ে মেদিনীপুর শহরে মিছিল করে মেদিনীপুর জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখায় এই বামপন্থী ছাত্র ও যুব সংগঠন।

dyfi member | newsfront.co
বিক্ষোভ। নিজস্ব চিত্র

বামপন্থী ওই দুটি ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুর শহরে মিছিল করা হয়।এরপর জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় মিছিলে অংশগ্রহণকারী সংগঠনের সদস্যরা। যার ফলে পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা।

আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে জাতীয় সড়কে ধানের চারা রোপণ করে বিক্ষোভ

cpim | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মেদিনীপুরে এবিটিএ-র ডেপুটেশন

তাই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কোতোয়ালি থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে বিক্ষোভ কর্মসূচির সামনে চপ ভেজে তারা প্রতিবাদ জানায়।

তাদের বক্তব্য বেকার যুবকদের হয় চাকরি দিতে হবে না হলে প্রতি মাসে ছয় হাজার টাকা করে ভাতা দিতে হবে। এই দাবিতে তাদের আন্দোলন আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here