তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
আগামী ৮ ই জানুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন ফেডারেশনের যৌথ উদ্যোগে সারা দেশব্যাপী যে ২৪ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে তার সমর্থনে শনিবার দুপুরে কালিয়াগঞ্জ শহরে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ উদ্যোগে একটি বিশাল মিছিল বের হয়।
মিছিলে দাবি ছিল ধর্মের ভিত্তিতে কোনও ভাবেই এনআরসি ও সিএএ চালু করা যাবে না। দেশের মানুষ তা মেনে নেবে না।
আরও পড়ুনঃ গুসকরায় বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব
এক সাক্ষাৎকারে সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ভারতেন্দ্র চৌধরী বলেন যে দেশের সার্বিক উন্নয়নে তথা সারা দেশব্যাপী জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে মানুষ যখন জেরবার, তখন মোদি সরকার সাধারণ মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটার পর একটা দেশের সংবিধান বিরোধী কাজ করে চলেছে, যা দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।
অন্যদিকে, আরএসপি নেতা নির্মল সরকার বলেন, আগামী ৮ জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তাদের ধর্মঘটের পক্ষে সমর্থন না করে বনধের বিরুদ্ধে কাজ করে, তাহলে ধরেই নিতে হবে রাজ্যের মুখমন্ত্রীর সাথে বিজেপি নেতৃত্বের একটা বোঝাপড়া আগে থেকেই হয়ে আছে।
আরও পড়ুনঃ ফরাক্কা এনটিপিসি-তে নতুন শ্রমিক নিয়োগের প্রতিবাদে পথ অবরোধ
আগামী ৮ ই জানুয়ারি এই রাজ্যের তৃণমূল দলের আসল চেহারা সবার সামনে প্রকাশ হয়ে যাবে।
মিছিলের পুরোভাগে ছিলেন সিপিএম নেতা দেবব্রত সরকার, শিক্ষক নেতা তপন কুমার চক্রবর্তী, আরএসপি নেতা নির্মল সরকার, দেবব্রত কর, কংগ্রেস কমিশনার মঞ্জুরী দত্ত দাম, ধিতশ্রী রায়-সহ প্রচুর সংখ্যক বাম ও কংগ্রেস সমর্থকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584