নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার মেদিনীপুর শহরে বিভিন্ন বাম দলগুলোর পক্ষ থেকে ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে গো ব্যাক অমিত শাহ বলে মিছিল করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ দেখায় এসইউসিআই কমিউনিস্ট দলের নেতাকর্মীরা।
এসিসিএ দলের পক্ষ থেকে অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় গুজরাট দিল্লির গনহত্যার নায়ক অমিত শাহ বাংলা থেকে গো ব্যাক। সেই সঙ্গে স্লোগান দেওয়া হয় খুনি অমিত শাহকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্লোগান পদ থেকে পদত্যাগ করতে হবে।
এসইউসিআই কংগ্রেস দলের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দীপক পাত্র। সিপিএম দলের ছাত্র সংগঠন এসএফআই দলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে মেদিনীপুর শহরে গো ব্যাক মিছিল করে বিক্ষোভ দেখানো হয়।
আরও পড়ুনঃ মহানন্দা থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। তিনি বলেন গুজরাট দিল্লির নরহত্যার পরিকল্পনাকারী অমিত শাহকে কলকাতার শহীদ মিনারে জনসভা করার অনুমতি দিয়ে ঠিক কাজ করেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
রবিবার কলকাতার শহীদ মিনারে অমিত শাহ যে ভাষায় বক্তব্য রেখেছেন তা বাংলার মানুষ কোনদিন মেনে নেবে না। তাই তিনি অমিত শাহের বক্তব্যের তীব্র নিন্দা করে বলেন এরা যতদিন থাকবে ততদিন দেশে নরহত্যার ঘটনা ঘটবে। তাই দেশ থেকে এদের তাড়ানোর জন্য সকলকে এক হয়ে আন্দোলন করতে হবে।
এছাড়াও রবিবার মেদিনীপুর শহরে বামপন্থী বিভিন্ন সংগঠন পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584