নতুন সিনেমার শ্যুটিং শুরু করল ক্রিয়েশন পিকচার্স

0
72

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

গত সপ্তাহের শেষের দিকে নতুন একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমার শুটিং হল মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরের স্বল্প দৈর্ঘ্যের সিনেমা নির্মাতা সংস্থা ‘ক্রিয়েশন পিকচার্স’ এর পক্ষ থেকে এই সিনেমাটি তৈরি হচ্ছে।

shooting | newsfront.co
শুটিং চলছে। নিজস্ব চিত্র
acting | newsfront.co
নিজস্ব চিত্র

এই সিনেমার গল্প নির্মান এবং পরিচালনা করছেন রাকিবুল হাসান। সৃজনশীল পরিচালক হিসেবে রয়েছেন সুদীপ্ত দে, সহযোগী পরিচালক নিশীথ দাস, চিত্রগ্রাহক সঞ্জয় কুমার সিং এবং সমস্ত ব্যবস্থাপনায় রয়েছেন সুদর্শন সাঁতরা। প্রধান চরিত্রে অভিনয় করছেন সুশান্ত ঘোষ।

creation pictures | newsfront.co
নিজস্ব চিত্র
short film | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়াও অন্যান্য চরিত্রে থাকছেন সুমি দাস, দেবনাথ মাইতি, শিশুশিল্পী পঙ্কজ, মধুমিতা শীল, মন্দিরা খাঁড়া, অভিজিৎ রানা, সুদর্শন সাঁতরা, সৌরভ পাল, কৌশিক দলুই, মলয় দাস, সুদীপ বেরা, শ্রাবনী সাহা, বিনয় সিদ্ধান্ত, স্বরূপ পাসওয়ান প্রমুখ। করোনার দ্বিতীয় ঢেউয়ে জনজীবন অনেকাংশেই স্তব্ধ থাকয় বন্ধ ছিল শুটিং। আস্তে আস্তে করোনার সংক্রমণ নিম্নগামী হওয়ায় আবার শিল্পীরা যথারীতি তাদের শিল্পকর্ম শুরু করেছেন। গত সপ্তাহের শেষের দিকে এই সিনেমার শুটিং হয়।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় যৌথ প্রয়াস

পরিচালক রাকিবুল হাসান বলেন, “একটি সামাজিক বার্তা নিয়েই এই সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে। বিশেষ কারণে আমরা এখনই সিনেমার নাম প্রকাশ করছি না। এই সিনেমায় অধিকাংশ শিল্পীরাই নতুন।” ইতিপূর্বেও ‘ক্রিয়েশন পিকচার্স’ তাদের অন্যান্য সিনেমা “ক্ষুধা, দুঃসময়, ভালো মেয়ে, বার্তা’- তে সামাজিক বার্তা দেওয়ার পাশাপাশি মেদিনীপুর শহরের নতুন কিছু মুখকে সিনেমায় নিয়ে এসেছেন। পরিচালক রাকিবুল হাসানের আরো একটি সিনেমা ‘বধির- দ্যা শেমলেস সাইলেন্স’ শুটিং-এর অপেক্ষায়।

আরও পড়ুনঃ কলাকুশলীদের লকডাউন পিরিয়ডে প্রাপ্ত পারিশ্রমিক ফেরত দিতে হবে প্রযোজকদেরঃ ফেডারেশন

পরিচালক জানান লকডাউন খুললেই সেই সিনেমার শুটিং শুরু হবে। তার জন্য ইতিমধ্যেই অডিশন নিয়ে নিয়েছে ‘ক্রিয়েশন পিকচার্স’। অনলাইনে অডিশন এখনো চলছে বলে জানান ক্রিয়েশন পিকচার্স’এর কর্ণধার সুদীপ্ত দে এবং রাকিবুল হাসান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here