নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। খুন করে থানায় আত্মসমর্পন করলেন তিনি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মেডিক্যাল মোড় এলাকায়। মৃতার নাম রূপা সরকার(৩০)। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, প্রায় ৮ বছর রূপা সরকার ও পঙ্কজ সরকারের মধ্যে বিয়ে হয়েছে। তাদের দুই সন্তান রয়েছে। একজনের বয়স সাত বছর ও আরেক জনের দেড় বছর বয়স।
আরও পড়ুনঃ ছাত্রদের পাশে থেকে, মেস মালিকদের বিরুদ্ধে থানায় ডেপুটেশন দিল এসএফআই
স্বামী ও স্ত্রীর মাঝে মধ্যেই ঝগড়া লাগত। স্থানীয়রা বেশ কয়েকবার স্বামী-স্ত্রীর ঝগড়া মিটিয়ে দেয়। এরপর শনিবার রাতে ফের দুজনের মধ্যে ঝগড়া বাদে। চরম পর্যায়ে পৌঁছায়। সেই সময় পঙ্কজ দা দিয়ে কুপিয়ে খুন করে রূপাকে।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মেডিক্যাল কলেজের আউট পোস্টের পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পঙ্কজ নিজেই থানায় আত্মসমর্পণ করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584