সরকারি নির্দেশ অমান্যের দাবিতে শিক্ষকদের শো-কজ করল শিক্ষা দফতর

0
56

সুদীপ পাল, বর্ধমানঃ

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নং ব্লকের ৩২ জন শিক্ষককে শো-কজ করল শিক্ষা দফতর। সরকারি নির্দেশ অমান্য এবং শৃঙ্খলাভঙ্গ কেন করা হল, তার জবাব দিতে বলা হয়েছে শিক্ষকদের।

show cause notice to teachers for disobey the instruction | newsfront.co
নিজস্ব চিত্র

আগামী ১৫ ডিসেম্বর থেকে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হবে। ভোটার তালিকা সংশোধন, সংযোজন– সমস্ত ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের দায়িত্ব দেওয়া হবে। জেলার অন্য প্রান্তের শিক্ষকরা দাবি না করলে প্রাথমিক শিক্ষকরা এই কাজ করবেন না।

বর্ধমান ১ ব্লকের ১০১ জন শিক্ষক ভোটের কাজ করতে রাজি হননি। তাছাড়া আদালতের নির্দেশে ছুটির দিনে ভোটের তালিকা তৈরি করতে হয়। সেজন্য অগ্রিম টাকাও তাঁরা দাবি করেন। জেলাশাসক বিজয় ভারতী পুরো বিষয়টি দেখার জন্য ডিআই নারায়নচন্দ্র পালকে নির্দেশ দিয়েছিলেন।

আরও পড়ুনঃ দুর্গাপুর-হাওড়া ট্রেন চালুর আশায় যাত্রীরা

শিক্ষা দফতরের জেলা কর্তারা বিষয়টি নিষ্পত্তির জন্য বৈঠক ডাকেন। কিন্তু শিক্ষকরা তাতে গরহাজির ছিলেন। শুধু সরকারি নির্দেশ উপেক্ষা নয়, উচ্চপদস্থ কর্তাদেরও অবজ্ঞা করে শৃঙ্খলাভঙ্গের দায়ে পড়েছেন শিক্ষকরা– জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

অবশ্য শিক্ষক-শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছে বিজেপি প্রভাবিত শিক্ষক সংগঠন। সংগঠনের জেলা সভাপতি রাধাকান্ত রায় বলেন, শিক্ষক-শিক্ষিকারা ভোটের ডিউটি করবেন না। নির্বাচন কমিশনকে অন্য বিকল্প ভাবার কথা বলেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here