শ্যামল রায়,পূর্বস্থলীঃ
ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় পূর্বস্থলী রেল স্টেশন এর গুরুত্ব অপরিসীম।প্রতিদিন এই রেল স্টেশন থেকে কয়েক শত যাত্রী যাতায়াত করে থাকে বলে রেল সূত্রে খবর কিন্তু দীর্ঘদিন ধরে রেল স্টেশনে ওভারব্রিজ খারাপ হয়ে পড়ে থাকায় চরম দুর্ভোগের শিকার যাত্রী সাধারণ।
বৃদ্ধ বৃদ্ধাদের ক্ষেত্রে চরম অসুবিধা যাতায়াতে। আপ লাইনে তিন নম্বর প্লাটফর্মে ট্রেন দাঁড়ানোয় অনেক যাত্রীকেই হিমশিম খেতে হয় টোটো বা অটো ধরবার জন্য রেলপথ পেরোনোর সময়।
তাই যাত্রী সাধারণ চাইছেন দ্রুত রেলের ওভার ব্রিজ সংস্কার করা হোক।
যদিও জানা গিয়েছে আর একটি ওভার ব্রিজ রেল পথের শেষ সীমানায় থাকলেও অনেকেই বেশি দুরত্বে গিয়ে রেল ব্রিজটি পারাপার করতে হয় তাই ক্ষোভ প্রকাশ করছেন।
আরও পড়ুনঃ বর্ধমান রেল স্টেশনের ওভার ব্রিজের সুস্বাস্থ্য সত্ত্বেও আশঙ্কিত নাগরিক
এই প্রসঙ্গে পূর্বস্থলী রেল স্টেশনের স্টেশন ম্যানেজার অবনী ভূষণ বালা জানিয়েছেন যে বেহাল হয়ে পড়ে থাকা ওভার ব্রিজের কাজ আগামী ১০ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে।সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন সোমবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584