দক্ষিন ২৪ পরগনা,সিমা পুরকাইতঃ
নদী পেরিয়ে ফিসারিতে ঢুকে পড়ল কুমির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার গঙ্গাধরপুরের গুন্ডাকাটা এলাকায়।আজ দুপুরে ফিসারিতে খাবার দিতে গিয়েছিলেন ফিসারির মালিক দীপক দাস।ওই সময় তিনি হঠাৎ একটি কুমিরকে ভাসতে দেখেন।তড়িঘড়ি তিনি ফিশারি থেকে উঠে স্থানীয় এলাকার মানুষদের খবর দেন।এরপরই এলাকার মানুষ ফিসারির সামনে ভিড় জমান।
এই খবর এলাকায় ক্রমশই ছড়িয়ে পড়তে থাকে। আর খবর চারিদিকে ছড়িয়ে পরতেই ফিসারির সামনে বহু মানুষ ভিড় জমাতে থাকেন।এ বিষয়ে ফিসারির মালিক দীপক দাস জানান, কালনাগিনী নদীর বাঁধ টপকে কমিরটি ফিসারিতে ঢুকে পড়েছে।বিষয়টি বন দপ্তরকে জানানো হয়েছে।যদিও বিকেল পাঁচটা পর্যন্ত ফিশারির সামনে বন দফতরের কর্মীদের দেখা মেলেনি।তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুনঃ কুয়ো থেকে উদ্ধার জীবন্ত ময়াল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584