নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
হাতির হানা দেয় গ্রামে,তবে লোভ একটাই জমির ফসল। জমির ফসলের টানে প্রায় দুই দিন অন্তর অন্তরে গ্রামে চলে আসছে হাতি জমি ফসল খেয়ে সবার করে দিচ্ছে হাতির দল।
জানা গেছে,ধুলাগাঁও এলাকায় দু-তিন দিন পর পর হাতি এসে চলেছে।লাগাতার ভুট্টা খেত নষ্ট করে চলেছে হাতির দল। বন দপ্তরের হেলদোল নেই বলে অভিযোগ এলাকাবাসীর।
এলাকার বাসিন্দা চিরঞ্জিত রায় তিনি পেশায় কৃষক তিনি জানান,” দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটছে। আমাদের এলাকায় হাতি নিয়ে কোন দিন ও সচেতন শিবির ও করা হয়নি।আমাদের কোন নিমন্ত্রণ বাড়ি গেলে বাড়ি ফেরা নিয়েও দুশ্চিন্তা হয় যে ঠিক ভাবে কি ফিরতে পারবো তো? এই ভাবনাগুলো আসতেই থাকে মনে।কৃষি জমি দিনের পর দিন নষ্ট করে দিচ্ছে কি করবো বুঝতেই পারছি না।”
আরও পড়ুনঃ কর্মীদের উপর পুলিশী সন্ত্রাসের অভিযোগে অনশনে বিজেপি প্রার্থী
এই বিষয়ে মাদারিহাট রেঞ্জার খগেশ্বর কাজি বলেন,” ধুলাগাঁও এলাকায় অতো হাতি যায় না।দক্ষিণ খয়ের বাড়ি থেকে মাঝে মধ্যে একটি হাতি বের হচ্ছে।ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584