৫৬ হাজার গাড়ির কয়েক কোটি টাকার রাজস্ব বাকি পূর্ব বর্ধমানে

0
35

সুদীপ পাল, বর্ধমানঃ

বকেয়া পড়ে রয়েছে কয়েক কোটি টাকার রাজস্ব। পূর্ব বর্ধমান জেলার নানাপ্রান্তে ছুটছে প্রায় ৫৬ হাজার গাড়ি। ৩১ মার্চের মধ্যে বকেয়া কর না পেলে যে সব গাড়ির উপরে নোটিশ জারি করা হচ্ছে সেগুলোকে কালো তালিকাভুক্ত করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহন দপ্তর।

Tax Due | newsfront.co
প্রতীকী চিত্র

আরও পড়ুনঃ প্রাত্যহিক কাজে যেতে বাধা, বিএসএফ-র বিরুদ্ধে পথ অবরোধ

পাঁচ বছরেরও বেশি সময় ধরে কোনরকম কর জমা করেনি অনেকেই এবং একইসঙ্গে স্বাস্থ্য পরীক্ষা না করে যেসব গাড়ি রাস্তায় ছুটছে তাদের কেউ এককালীন টাকা দিয়ে গাড়ির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য পরিবহন দপ্তর জানিয়েছে।

যদিও এই নোটিশের পর অনেকেই বলছেন যেসব গাড়িগুলি চিহ্নিত হয়েছে তাদের মধ্যে বাস রয়েছে হাজারের ওপর। এই গাড়ির অধিকাংশ রাস্তায় আর চলে না। অনেক ক্ষেত্রে অন্য রাজ্য বিক্রি করে দেওয়া হয়েছে।

রাজস্ব আদায়ের লক্ষ্যে অনড় রয়েছে পরিবহন দপ্তর। তাঁদের বক্তব্য, বকেয়া করা না পেলে কালো তালিকাভুক্ত করা হবে গাড়ি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here