টাঙ্গন নদীতে বাঁশের সেতু দিয়ে ঝুঁকির যাতায়াত

0
159

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

বাঁশের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে এলাকার মানুষ চলাচল টাঙ্গন নদীর চাঁদপাড়া এলাকায়।তাই সেতু নির্মাণের দাবী সাধারন মানুষের।

 Crossed river with risk by bamboo bridge
ঝুঁকির যাতায়াত।নিজস্ব চিত্র

উল্লেখ্য,উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের ভিতর দিয়ে বয়ে যাওয়া টাঙন নদীর চাঁদপাড়া এলাকায় সেতু নির্মাণের দাবি উঠেছে সাধারন মানুষের।

টাঙন নদীর এপাড়ে চাঁদপাড়া ও ওপাড়ে চকদুলাল গ্রামের মাঝে কোনও সেতু না থাকায় ওই এলাকার বহু মানুষকে দিনের পর দিন দুর্ভোগ পোহাতে হয়।
ষাট মিটার বাঁশের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে এলাকার মানুষ চলাচল করছেন প্রতিদিন।
এতে প্রতিদিন ঘটে চলেছে নানা দুর্ঘটনা।

বছরের কয়েক মাস এই সেতু তৈরি করে চলাচল করলেও বাকি সময় এলাকার মানুষ ভোগান্তির শিকার হন।তাই বাঁশের সেতুর জায়গায় পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।

নদীর পশ্চিমপাড়ে রয়েছে স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ফলে নদী পার করতে সমস্যায় পড়তে হয় সকলকে।

রাধিকাপুরের বাসিন্দারা জানান চাঁদপাড়া ও চকদুলালের মধ্যে একটি সেতু নির্মাণ করা দরকার।এতে সীমান্তবর্তী এই এলাকার বহুমানুষ উপকৃত হবেন।সেতু না থাকার কারণে বছরের পর বছর দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

এর আগে রাধিকাপুরে টাঙন নদীর উপরে একটি সেতু নির্মাণ করা হয়েছিল।সেই সেতুটি চালু হওয়ার পর থেকে রাধিকাপুরের ওই এলাকার মানুষের বিশেষ সুবিধা হয়েছে।কিন্তু চাঁদপাড়া এলাকায় সেতু না থাকায় এপারের ফরিদপুর,বাগচা, হরেকৃষ্ণপুর,ভবানীপুর, পালিগা,লোহাতার,ডালিমগাঁ প্রভৃতি এলাকার মানুষকে নদী পার হতে গিয়ে সমস্যায় পড়তে হয়।

অপরদিকে নদীর ওপারে চকদুলাল এলাকা থেকে শুরু করে মালজুম,খোলতোর, নারায়ণপুর, জগদলা প্রভৃতি গ্রামের মানুষকে নদী পেরিয়ে এপারে আসতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয়।নদীর দু’পারের এই গ্রামগুলিতে প্রাথমিক স্কুল সহ আরও নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে।

নদীর ওপাড় থেকে নিকটবর্তী কালিয়াগঞ্জ শহরে যেতে হলে হয় নদী পার হয়ে আসতে হয় না হলে ঘুরপথে যাতায়াত করতে হয়।অসুস্থ, প্রসূতি মহিলাদের নদী পার করে কালিয়াগঞ্জে নিয়ে যেতে গিয়ে বাসিন্দাদের সমস্যায় পড়তে হয়।সব্জি, ফসল আনতে গিয়েও অসুবিধার মধ্যে হয়। এই পরিস্থিতিতে ওই জায়গায় একটি সেতু নির্মাণ করা হলে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।

উত্তর দিনাজপুর জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, ওই জায়গায় একটি সেতু নির্মাণ করার জন্য এর আগেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে কথা হয়েছে। আবারও জেলা প্রশাসনের মাধ্যমে সেতু তৈরির জন্য পরিকল্পনা পাঠানো হবে।

আরও পড়ুনঃ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাসগৃহ

উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিজেপি সদস্য কালিয়াগঞ্জের কমল রায় বলেন, ওই এলাকায় টাঙন নদীর উপরে একটি সেতুর খুবই দরকার। সেতু না থাকার কারণে বহু মানুষকে বর্ষার সময়ে নৌকায় চলাচল করতে হয়। অনেকেই ঘুরপথে যাতায়াত করেন। আমরা চাই ওই এলাকায় দ্রুত পাকা সেতু নির্মাণ করা হোক তার জন্য আমরাও চেষ্টা করে চলছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here