বাঁশের সাঁকো পেরিয়েই চলে যাতায়াত,কবে হবে ব্রিজ আশায় এলাকাবাসী

0
108

শিবশঙ্কর চ্যাটার্জি,দক্ষিন দিনাজপুরঃ

crossing the river by bamboo bridge 2
নিজস্ব চিত্র

জেলার কুশমান্ডি ব্লকে পুনট এলাকায় টাঙ্গন নদীর  উপর বাঁশের সাঁকো উপর দিয়ে নিত্য দিন যাতায়াত করতে সমস্যার সম্মুখীন হচ্ছে আট থেকে দশ হাজার মানুষ।এই এলাকায় মানুষদের কুশমান্ডি গ্ৰামীন হাসপাতাল কি‌ংবা গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল যেতে বহু দুর দিয়ে ঘুরে যেতে হয়।দশ থেকে পনেরো কিলোমিটার এই এলাকায় চল্লিশটি মতো গ্ৰাম আছে।এই এলাকার  স্থানীয় বাসিন্দারা জানান আমাদের এই সাঁকোর উপরে যাওয়া আসায় খুব অসুবিধায় পড়তে হচ্ছে এবং বন‍্যার  সময়ে নৌকা দিয়ে পার হতে হয়।

crossing the river by bamboo bridge
পারাপার।নিজস্ব চিত্র

আমারা চাই পাকা সেতু হোক এলাকায়।এই বিষয়ে এলাকাবাসী ভক্তরাম রায় জানান, আমাদের পনেরো থেকে ষোল কিলোমিটার ঘুরে গর্ভবতী মায়েদের নিয়ে মহাকুমা হাসপাতালে নিয়ে যেতে হয়ে।পাকা ব্রীজ হলে সুবিধা হবে।এলাকায় বিদ্যালয়ের সংখ্যা চারটি। আইসিডিএস সেন্টার বারোটি এবং দুটি কলেজ আছে।

আরও পড়ুনঃ ওভার ব্রিজে ঘুড়ির সুতোতে গুরুতর আহত বাইক চালক

আর এক বাসিন্দা ভবেশ রায় জানান,আমাদের কাজে প্রতিদিন যেতে হয় কোন সময় নৌকা কোন সময় বাঁশের সাঁকোর উপর দিয়ে।বাজারে যেতে হয় তাই আমারা চাই পাকা ব্রীজ।এই ব্রীজ  হলে আমাদের অসুবিধা দুর হবে।স্থানীয় বিডিও মোহঃ জাকেরিয়া নিউজফ্রন্টের অন ক্যামেরায় কোন মন্তব্য না করলেও ব্যক্তিগত আলাপ চারিতায় জানান যে,তিনি অসুবিধার কথা জানেন এবং অসুবিধার কথা মুখ্যমন্ত্রীর গোচরেও আনা হয়েছে।এখন অপেক্ষা কবে অনুমোদন পায় ব্রিজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here