বছরের প্রথম দিনে বন্ধ হাজারদুয়ারি মিউজিয়াম প্যালেস, ভিড় বাড়ছে কাঠগোলা বাগানে

0
287

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

Kathgola Garden | newsfront.co
নিজস্ব চিত্র

নতুন বছরের প্রথম দিনই বন্ধ হাজারদুয়ারি মিউজিয়াম প্যালেস, নিরাশ পর্যটক। হাজারদুয়ারি মিউজিয়াম প্যালেস বন্ধ থাকলেও কিন্তু খোলা রয়েছে কাঠগোলা বাগান। যেথায় পর্যটকের ভিড় কিন্তু চোখে পড়ার মতন নতুন বছরের প্রথম দিনে।

Horse Pull cart | newsfront.co
ঐতিহ্যবাহী টাঙ্গা গাড়ি। নিজস্ব চিত্র

হাজারদুয়ারি প্যালেস কেন্দ্রীয় সরকারের নির্দেশে প্রতি সপ্তাহের শুক্রবার বন্ধ রাখা হয়, সেই নিয়ম অনুসারে আজ নতুন বছরের প্রথম দিন শুক্রবার হবার কারণে বন্ধ আছে বলে সূত্রের খবর।

Tourist spot | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন এক পর্যটক বলেন যে, “নতুন বছরের প্রথম দিন সেই জন্য হাজারদুয়ারী খোলা থাকবে বলে আমরা এসেছিলাম কিন্তু এসে দেখি যে বন্ধ রয়েছে।এখন আর কি করার আছে অন্য স্থান গুলো ঘুরে বাড়ি ফিরতে হবে।”

আরও পড়ুনঃ আসামে সাতশো’র বেশি মাদ্রাসাকে স্কুলে পরিনত করার সিদ্ধান্ত বিজেপি সরকারের

Nashipur rail Bridge | newsfront.co
নশীপুর রেল ব্রিজ। নিজস্ব চিত্র

যদিও হাজারদুয়ারি প্যালেস বাদে খোলা রয়েছে কাঠগোলা বাগান এর পাশাপাশি নসীপুর রেইল ব্রিজ, আর এই স্থান গুলোতে কিন্তু ভিড়ও ছিল ভীষণ।

Tourist | newsfront.co
নিজস্ব চিত্র

ব্রিজের কাছে ডুবুরি টিম রাখা হয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পর্যটকদের কাওকে ব্রিজের উপরে উঠতে দেওয়া হচ্ছে না বলেও সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here