শ্যামল রায়,কালনাঃ
দৈনন্দিন পুজোর সাথে সাথে প্রতি বছর এই সময়ে শ্মশান রক্ষা কালী পুজো ঘিরে ভক্তের ঢল নামে।কথিত মনো বাসনা পূর্ণ হয় রক্ষা কালীর কাছে মানত করলে।জামালপুর ব্লকের পাজরা গ্রাম পঞ্চায়েতের ধুলুক গ্রামে তিনশো বছরের প্রাচীন এই শ্মশান রক্ষা কালী পুজো হয়ে আসছে।
এই পুজো প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা এবং পুজোর সাথে যুক্ত অলক মন্ডল সায়ন ঘোষ ও বৃষ্টি ঘোষ জানালেন যে এই পুজো ঘিরে সাতদিন মেলা হয়।
মেলায় ছোট থেকে বড় দের জন্য বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বিক্রি করেন বিক্রেতারা।
পুরহিত সমীর সিদ্ধান্ত মেলা প্রসঙ্গে জানিয়েছেন যে মেলায় নাটক যাত্রা একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও শ্মশান রক্ষা কালী পুজোর দিন কয়েকশো ছাগল এবং মহিষ বলি দেওয়া হয়।
আরও পড়ুনঃ অমরাবতী বিবেকানন্দ লোকশিক্ষা মন্দিরের দ্বিতল ও প্রার্থনা কক্ষের শুভ উদ্বোধন
স্থানীয় ভক্তরা প্রতিদিন সকালে গঙ্গাস্নান করে তারা রক্ষা কালী মায়ের চরণে ফুল দিয়ে থাকেন বলে জানা গিয়েছে। পুজো ঘিরে স্থানীয় বাসিন্দারা মেতে ওঠেন সেই সাথে বিভিন্ন ধরনের বাজনা থাকে পুজো ঘিরে। প্রতিদিন ভক্তের ঢল নামে পুজো দিতে।
বিশিষ্ট সমাজসেবী শ্যাম সুন্দর ঘোষ জানিয়েছেন যে মেলা উপলক্ষ্যে স্থানীয় সকলের বাড়িতেই আত্মীয়-স্বজন আসেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584