সাপ্তাহিক ছুটি উপভোগে ভীড় বকখালিতে

0
112

সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ

crowd of tourists at bakkhali | newsfront.co
উপরে বৃষ্টি নীচে ভরা কোটালের ঢেউ,অনন্য বকখালি।নিজস্ব চিত্র

সপ্তাহান্তে ছু্টি কাটাতে বকখালিতে উপছে পরা ভীড় পর্যটকদের। বৃহস্পতিবার মধ্যরাত থেকে অতি বৃষ্টি। তা উপেক্ষা করেই সমুদ্রসৈকতে ভীড় জমিয়েছেন পর্যটকরা।

Gita Dutta | newsfront.co
গীতা দত্ত,পর্যটক।নিজস্ব চিত্র

বকখালিতে ছোট বড় মিলিয়ে প্রায় আশি থেকে নব্বইটি হোটেল রয়েছে যেখানে ঘর ফাঁকা পাওয়া মুশকিল হয়ে পড়েছে।

নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজ হওয়ার পর অর্থনীতির হাল বদলেছে সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র বকখালিতে।

আরও পড়ুনঃ বক্সা পাহাড় পরিদর্শনে সাংসদ, উন্নয়নের প্রতিশ্রুতি

Amita Saha | newsfront.co
অমিতা সাহা,পর্যটক।নিজস্ব চিত্র

কিন্তু বাধা দাঁড়িয়েছে ডায়মন্ড হারবারের ভেঙে পড়া ১১৭ নং জাতীয় সড়ক। তবুও সে বাধা অতিক্রম করে দিঘা ছাড়িয়ে পর্যটকরা হাজির বকখালির সমুদ্র সৈকতে। শনি রবি দুদিন রয়েছে হাতে, ছুটি কাটাতে হাজির ভ্রমণ পিপাসুরা।

মেঘলা আকাশ ঝিরি ঝিরি বৃষ্টি আর কোটালের সমুদ্রের ঢেউয়ে গা ভাসিয়েছে আট থেকে আশি সবাই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here