নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল অনন্তনগরে শহিদ জওয়ান শ্যামল কুমার দে’কে। মেদিনীপুরের বীর সন্তান শহিদ শ্যামল কুমার দে’র মৃতদেহ শনিবার রাত দেড়টা নাগাদ মেদিনীপুর পুলিশ লাইনে এসে পৌঁছোয়। রবিবার সিআরপিএফের ১৬৫ নং ব্যাটেলিয়ন এবং রাজ্য পুলিশের আইজি পশ্চিমাঞ্চলের নেতৃত্বে শ্যামলের প্রাণ-হীন দেহ সিংপুর গ্রামে পৌঁছোয়।
সেখানে সমস্ত প্রস্তুতি করা হয়েছিল গতকাল থেকেই। সেইমতো শুরু হয় বীর জওয়ানকে শেষ শ্রদ্ধা নিবেদন ও গান স্যালুট। চোখের জলে গ্রামের ছেলেকে শেষ বিদায় জানালেন গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ দেশ বিরোধী পিটিআই! সম্পর্ক ছিন্নর পথে প্রসার ভারতী
শহিদ শ্যামলকে শেষ শ্রদ্ধা জানান সিআরপিএফের আই জি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত জেলা শাসক, সাংসদ দীপক অধিকারী, রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া, স্থানীয় বিধায়ক গীতা ভুঁইয়া , প্রাক্তন আইপিএস ভারতী ঘোষে সহ অন্যান্যরাও শ্রদ্ধা জানান।
সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত চলে শেষ শ্রদ্ধা জানানো পর্ব। রাজনৈতিক, অরাজনৈতিক, প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল নামে গ্রামে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সকাল ১১ টায় শুরু হয় সিংপুরের বীর সন্তানের শেষকৃত্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584