সুদীপ পাল,বর্ধমানঃ
এ যেন গোদের ওপর বিষফোঁড়া।দীর্ঘদিন ধরে বন্ধ ডায়ালিসিস এখন বন্ধ হল সিটি স্ক্যান। রুগীকে নিয়ে কোথায় যাবেন কি করবেন বুঝে উঠতে পারছেন না রুগীর পরিবার পরিজনেরা।প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালের ডায়ালিসিস মেশিন খারাপ।৫ টি মেশিনের মধ্যে ৩টি খারাপ হয়েছিল আগেই।২টি মেশিনে ডায়ালিসিসের কাজ কোনরকমে চলছিল।এখন এই ২টি মেশিনও খারাপ হয়ে যাওয়া চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।বর্ধমান সদর মহকুমা কংগ্রেসের সভাপতি নাজির হোসেন অভিযোগ করেছেন, ডায়ালিসিস মেশিন খারাপ বিষয়টি নিয়ে।এর আগে তাঁদের পক্ষ থেকে স্মারকলিপি দিয়েছিলেন হাসপাতালের সু চিকিৎসার জন্য তা তিনি বলেন। এদিকে সোমবার থেকে আচমকাই বিকল হয়ে পড়েছে এমআরআই মেশিনও।এছাড়াও ডিজিটাল এক্স–রে বিভাগেও রিপোর্ট পেতে ১২ থেকে ১৫ দিন সময় লাগছে রোগীদের।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ডা.অমিতাভ সাহা বলেন, ডায়ালিসিস বিভাগের জন্য আলাদাভাবে ২০টি বেডের ইউনিট অনুমোদিত হয়েছে স্বাস্থ্য দফতর থেকে। নতুন ভবনের নিচের তলায় পূজোর পর থেকে চালু করার চেষ্টা চলছে।হাসপাতাল সূত্রে জানা যায়, ইতিমধ্যেই প্রায় ৫০ লক্ষ টাকার যন্ত্রাংশ নিয়ে আসা হচ্ছে সিটি স্ক্যান মেশিনের জন্য।তাঁরা আশা করছেন সিটি স্ক্যানও দ্রুত চালু হয়ে যাবে।হাসপাতাল সূত্রে জানা যায়,প্রায় ৫০ লক্ষ টাকার যন্ত্রাংশ নিয়ে আসা হচ্ছে সিটি স্ক্যান মেশিনের জন্য। কর্তৃপক্ষ আশা করছেন সিটি স্ক্যানও দ্রুত চালু হয়ে যাবে।কিন্তু প্রশ্ন হচ্ছে,যতদিন না এগুলি চালু হচ্ছে সঠিক ভাবে ততদিন কি হবে? বর্তমানে যে রোগীরা চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজে রয়েছেন তাঁদের কি হবে – সে বিষয়ে কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ।
আরও পড়ুনঃ ভেঙে পড়ল মাঝেরহাট ব্রীজ, বেশ কিছু মৃত্যুর আশঙ্কা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584