সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিন খারাপ হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। রোগীদের সিটি স্ক্যান করানো যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে সিটি স্ক্যানের জন্য রেফার করছেন রোগীদের কিন্তু হাসপাতাল থেকে অনাময়ের দূরত্ব পাঁচ কিলোমিটার। এই দীর্ঘ পথ রোগীদের নিয়ে যাওয়া একদিকে যেমন অসম্ভব অন্যদিকে ঘটে যেতে পারে প্রাণহানি। মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বেসরকারী ল্যাবের দিকে তাকিয়ে রোগীর পরিবার। অভিযোগ, কার্যত মুনাফা লুটছেন বেসরকারী ল্যাবগুলি। হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ অমিতাভ সাহা বলেন, রোগীর চাপের কারণে সিটি স্ক্যান মেশিনে সমস্যা হয়েছে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই টেকনিসিয়ানরা মেশিনগুলি খতিয়ে দেখে গেছেন। একইসঙ্গে ডিজিটাল এক্স-রে মেশিনও আংশিক খারাপ হয়ে থাকায় রোগীদের লম্বা তারিখ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই সুযোগে সক্রিয় হচ্ছে দালাল চক্র। রোগীদের উজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে খোসবাগানের বেসরকারি ক্লিনিকগুলিতে। অভিযোগ, অনেকে রোগীর পরিবার বুঝতেই পারছেন না দালাল চক্রে পা দিচ্ছেন। প্রথমত বহু রোগীর পরিবার হিন্দিভাষী। বাংলা ভালো ভাবে বলতে বা পড়তে সক্ষম নন এবং দ্বিতীয়ত অনাময় এই দীর্ঘ রাস্তা নিয়ে যেতে গেলে সমস্যা হতে পারে এমন ভয় দেখিয়ে দালালরা রোগীকে নিয়ে যাচ্ছেন কয়েক হাত দূরে বেসরকারি ক্লিনিকে। গাঁটের কড়ি খরচা করে, বেশি টাকা দিয়ে সেখানেই করাতে হচ্ছে টেস্ট। তাতে হয়রানি এবং খরচা দুই বাড়ছে রোগীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584