গতানুগতিক চাষের পরিবর্তে গাঁদা পালনে ভাগ্য ফিরছে কৃষক সমাজের

0
22

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

ধান-গম-সবজি নয়। বিকল্প গাঁদা ফুল চাষে ভাগ্য বদলাতে শুরু করেছে বালুরঘাটের কৃষকদের। পুজো হোক বা বিভিন্ন আচার-অনুষ্ঠান, সারা বছরই গাঁদা ফুলের চাহিদা থাকে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের বাজারে। গাদা ফুল চাষ করে, বালুরঘাট বাজারের চাহিদার অর্ধেক গাঁদা ফুল জোগান দিয়েই দ্বিগুণ লাভের মুখ দেখতে শুরু করেছে বালুরঘাটের কৃষকরা।

গাঁদা বাগান। নিজস্ব চিত্র

বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা এবং জলঘর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাসাগর, চকহরিণা, চকমদিনা-সহ একাধিক এলাকায় এখন জোরকদমে চলছে গাঁদা ফুলের চাষ। জানা গেছে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ২০-২৫ হেক্টর এলাকা জুড়ে এবং জলঘর গ্রাম পঞ্চায়েতের ৫০ হেক্টর এলাকা জুড়ে কৃষকরা শুরু করেছে গাঁদা ফুলের চাষ।

এই সমস্ত এলাকা থেকে প্রস্ফুটিত গাঁদা ফুল কৃষকরা বালুরঘাট বাজারে বিক্রি করছে। ফলে বালুরঘাট বাজারে গাঁদা ফুলের অর্ধেক চাহিদার জোগান দিয়ে গাঁদা ফুল চাষিরা বেশি লাভের মুখ দেখতে শুরু করেছে। জানা গেছে, কৃষকদের চাষ করা গাঁদা ফুল কিলো প্রতি বালুরঘাট বাজারে ২০-২৫ টাকা দরে বিকোচ্ছে। অনুষ্ঠান থাকলে গাঁদা ফুলের বাজার দর কিলো প্রতি ৫০ টাকাও উঠছে। ফলে গতানুগতিক ধান-গম-সবজি চাষের সঙ্গে যুক্ত কৃষকরা গতানুগতিক চাষের পরিবর্তে বাড়তি লাভের আশায় গাঁদা ফুল চাষে আগ্রহ দেখাতে শুরু করেছে।

আরও পড়ুনঃ বকেয়া বিদ্যুৎ বিল, চাষ বন্ধের আশঙ্কা কৃষকদের

বালুরঘাটের জলঘর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাসাগর এলাকার কৃষক পরিমল মন্ডল জানান, সবজি চাষে যে খরচ তার থেকে কম খরচে তাঁরা গাঁদা ফুল চাষ করে দ্বিগুণ লাভের মুখ দেখতে শুরু করেছেন। তিনি এও জানান গাঁদা ফুলের বর্তমান বাজার চাহিদা দারুণ।

কৃষি দফতরের বালুরঘাটের আধিকারিক পার্থ মুখার্জিও জানান, ধান, গম চাষ করে কৃষকদের যা লাভ হত গাঁদা ফুলের চাষ করে কৃষকদের দ্বিগুণ লাভ হচ্ছে। তিনি বলেন দিন দিন চাষের পরিমাণ বাড়ছে, সুতরাং আমরা আশা করতেই পারি আগামী দিনে এই চাষ আরও বাড়বে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here