নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের জেরে স্তব্ধ জনজীবনের মধ্যে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে পড়ুয়াদের। তাই করোনা মোকাবিলা করতে ঘরে থেকেও পড়াশোনা চালানোর জন্য ইতিমধ্যেই অনলাইনে ক্লাস করানোর উদ্যোগ নিয়েছে রাজ্যের বেশ কয়েকটি স্কুল। তাই এবার সেই ই-ক্লাস পরিষেবাতেই আসতে চলেছে এক নতুন সংযোজন।
অনলাইনে কেবল পড়াশুনাই নয়। পড়াশোনার মাঝে মাঝে অনলাইনে চলছে আবৃত্তি বা নাচের মতো ক্লাসও। সোমবার রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুরের একাধিক সাংস্কৃতিক সংগঠন বা নাচ-গান-আবৃত্তির শিক্ষক ও শিক্ষিকারা এই লকডাউনেও তাঁদের শিক্ষার্থীদের মধ্যে চর্চার অভ্যাসটা জারি রেখেছেন। তাই ইন্টারনেটের মাধ্যমেই চলছে সাংস্কৃতিক পাঠদানও।
আরও পড়ুনঃ করোনায় সাফল্য, পূর্ব মেদিনীপুরে ‘হু’
স্কুল কলেজের মতো এবার একই পথে হাঁটল উত্তর দিনাজপুরের সাংস্কৃতিক মহলও। শহরের একাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইতিমধ্যেই অনলাইনে ক্লাস নিতে শুরু করেছেন। আর এই পরিষেবার মধ্যে ভালো সাড়া মিলছে বলেও জানিয়েছেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584