এবিটিএ’র উদ্যোগে মেদিনীপুর শহরে সাংস্কৃতিক প্রতিযোগিতা

0
91

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

প্রতি বছরের মতো এবারও ছাত্র ছাত্রীদের মধ্যে সুস্থ সংস্কৃতির আরোও বিকাশের লক্ষ্যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) মেদিনীপুর শহর আঞ্চলিক শাখার উদ্যোগে ছাত্রছাত্রীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার।রবিবার পাহাড়ীপুর গার্লস হাইস্কুলে আয়োজিত এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন বিদ্যালয়ের দেড় শতাধিক প্রতিযোগী যোগ দেয়।বসে আঁকো, আবৃত্তি (বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালী), প্রবন্ধ রচনা, তাৎক্ষণিক বক্তৃতা, নির্বাচিত গদ‍্যাংশ পাঠ, একক সংগীত, সমবেত সঙ্গীত (বাংলা ও সাঁওতালী) প্রভৃতি নানা বিষয়ে শ্রেণী ভিত্তিক ৩০টি ইভেন্টে প্রতিযোগিতা হয়।সফলদের পুরস্কৃত করা হয়।প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা আগামী ২রা সেপ্টেম্বর, রবিবার বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠ বালক বিভাগে অনুষ্ঠিতব্য মহকুমাস্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেবে।বিদ‍্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এবিটিএ’র জোনাল সম্পাদক শান্তি সরকার,সভাপতি গোবিন্দ খান,শিশির ত্রিপাঠী, অমিতাভ কুন্ডু, মদনমোহন কুন্ডু, অরূপ ঘোষ প্রমুখ শিক্ষক-শিক্ষিকা নেতৃত্বের পরিচালনায় প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুন: শিক্ষার অধিকারের প্রচারপত্র বিলি করতে গিয়ে আক্রান্ত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here