আনন্দপাত্রের সাংস্কৃতিক সন্ধ্যা

0
126

শ্যামল রায়,নদীয়াঃ

একটি সুপরিচিতি আনন্দপাত্রের বার্ষিক দ্বিতীয়বর্ষ সাংস্কৃতিক সন্ধ্যা ও কবি বাচিক শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হলো রবীন্দ্র সদন জীবনানন্দ সভাঘরে। এই সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন এই সময়ের প্রখ্যাত বিশিষ্ট কবি কৃষ্ণা বসু। উপস্থিত ছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী তথা আকাশবাণী কেন্দ্রের দেবাশিস বসু, ও প্রখ্যাত বাচিক শিল্পী কাজল সুর।এই সাংস্কৃতিক সন্ধ্যায় শ্রুতি নাটক কবিতাপাঠ আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।কবিতা পাঠে রিঙ্কি মজুমদার শর্মিলা সেন শ্রোতাদের মন কেড়ে নেন।এছাড়াও কবিতা ক্লাসে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন প্রণমী ব্যানার্জি সৌমদেব দাস নিউটাউন কথামালার প্রযোজনায় অনুষ্ঠিত কোলাজ।
গানে সুজাতা দে জানান তৃষা দে ছোটদের অনুষ্কা নম্রতা শ্রেয়ান সুস্মিতা উপস্থিত দর্শকদের মন ভরিয়ে দেয় বলে জানা গিয়েছে।স্বরচিত কবিতা পাঠে ছিলেন উল্লেখযোগ্য কবিদের মধ্যে অশোকা রায় তুহিনা সুলতানা মনিকা রায় রিনা বসু অঞ্জনা ঘোষ রচনা ব্যানার্জি বিপ্লব মন্ডল ঘোষ অপর্ণা ব্যানার্জি রিতেশ ঘোষ পূরবী রায় গৌতম ঘোষ মনীষা শিব শঙ্কর বকশিসহ অনেকে।

নিজস্ব চিত্র

আনন্দপাত্রের সম্পাদিকা সোমা রায় জানিয়েছেন যে আমরা এই সময়কালের তরুণ কয়েকজন কবি ও বাচিকশিল্পী কে সংবর্ধনা জ্ঞাপন করেছি।সংবর্ধিত হয়েছেন কবিতায় কবি শিবশঙ্কর বকসী, বাচিক শিল্পী সুলগ্না বন্দোপাধ্যায় দেবলীনা রায়,প্রণমী বন্দোপাধ্যায়, ও মহুয়া বসু সেন।সংবর্ধনা পেয়ে প্রাপকরা বলেনযে আনন্দপাত্র আমাদের নিয়ে যে কাজটি করলেন প্রশংসার দাবি রাখে।এই সাংস্কৃতিক সন্ধ্যার সার্বিকভাবে সঞ্চালনায় এবং রূপায়নে ছিলেন আনন্দপাত্রের সম্পাদিকা সোমা রায়  ও আনন্দ পাত্রের সহ সম্পাদক তথা বাংলার রাইটাস ফোরামের রাজ‍্যসম্পাদক শ্যামল রায়। ভিড়ে ঠাসা জীবনানন্দ সভাঘরে কবিদের উপস্থিতিতে জানিয়ে দিল যে আগামী দিন কবিদের নিয়ে বড় ধরনের অনুষ্ঠান করার স্বপ্ন দেখিয়ে দিল।আর প্রখ্যাত আবৃত্তিকার দেবাশীষ বসুর মিষ্টি কন্ঠে মিষ্টি কথা উপস্থিত দর্শক গুণীজনদের মন ভরিয়ে দেয়। তিনি ছোট ছোট কয়েকটি কবিতা ও উপস্থাপনা করেন এখানে।সেই সাথে এই সময়কার বিশিষ্ট কবি কৃষ্ণা বসু তার কন্ঠে কবিতাটি আবৃত্তি করার পর সকলের মন জয় করে নেন তিনি। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদিকা সোমা রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here