নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এবিটিএ আয়োজিত মহকুমা সাংস্কৃতিক প্রতিযোগিতা। ছাত্রছাত্রীদের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্তর্গত মেদিনীপুর সদর মহকুমা শাখার উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেদিনীপুর চার্চ বয়েজ আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মাতুয়ার মল্লিক। স্বাগত ভাষণ দেন মহাকুমার শাখার সম্পাদক জগন্নাথ খান। উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহাকুমা সভাপতি সবিতা মান্না।

উপস্থিত ছিলেন অশোক ঘোষ, সুবীর সিনহা,সত্যকিঙ্কর হাজরা, জহরলাল রায় প্রমুখ সংগঠনের প্রাক্তন ও বর্তমান নেতৃত্ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নেতৃত্ব সুরেশ পড়িয়া।

বাংলা, হিন্দি,সাঁওতালি, উর্দু আবৃত্তি, বাংলা ও সাঁওতালি সঙ্গীত,গল্প বলা, প্রবন্ধ রচনা,অঙ্কন, তাৎক্ষণিক বক্তৃতা, সমবেত সঙ্গীত, নৃত্য, নির্বাচিত গদ্যাংশ পাঠ সহ বিভিন্ন বিষয়ে শ্রেণী ভিত্তিক ৩২ টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের প্রবন্ধ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মেদিনীপুর সদর মহকুমা শাখার ৭টি আঞ্চলিক শাখার সফল তিন শতাধিক প্রতিযোগী যোগ দেয়।

আরও পড়ুনঃ সাউথ ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের বার্ষিক সম্মেলন
এদিনই সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। প্রথম, দ্বিতীয় স্থানাধিকারীরা আগামী ১৫ ই সেপ্টেম্বর মেদিনীপুর চার্চ স্কুল আনুষ্ঠিতব্য জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেবে। বিভিন্ন বিভাগের বিচারক হিসেবে মেদিনীপুরের সাহিত্য, সংগীত , নৃত্য ও সংস্কৃতি র অন্য ক্ষেত্রের বিশিষ্ট জনেরা ও বিশিষ্ট শিক্ষক ও অধ্যাপকবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584