মেদিনীপুর শহরে অভূতপূর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান

0
152

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

জেলা পরিষদ হলে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন সংস্কৃতিপ্রেমী মানুষজন। মেদিনীপুর শহরের অগ্রণী সাংস্কৃতিক সংস্থা আবৃত্তি ও নৃত‍্যমঞ্জরীর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার। শহরের জেলা পরিষদ হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যগুরু কোহিনুর সেন বরাট, সঙ্গীতগুরু জয়ন্ত সাহা, নৃত্যশিল্পী সবিতা সাহা, নৃত্যশিল্পী দ্রাবিন চট্টোপাধ্যায়,নৃত‍্যশিল্পী সুজয় ঠাকুর, উপদেষ্টা গৌতম কুমার দাস, আবৃত্তি প্রশিক্ষিকা শিপ্রা দাস, প্রীতম নায়েক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার অধ‍্যক্ষা অনন‍্যা দাস নায়েক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিমল গিরি। অনুষ্ঠানে আবৃত্তি ও নৃত্য সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সংস্থার কচিকাঁচা থেকে শুরু করে বড়রা।

নিজস্ব চিত্র

অনুষ্ঠানের শুরুর দিকে ঐতিহ‍্যের সাথে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে শাস্ত্রীয় নৃত্য ভারতনাট‍্যম অসাধারণ দক্ষতায় উপস্থাপন করেন সংস্থার শিক্ষার্থীরা।বাংলা ভাষা এবং বাংলা ভাষার জন‍্য লড়াই করা মানুষদের শ্রদ্ধা জানিয়ে একটি হৃদয়গ্রাহী নৃত্য উপস্থাপন করে সংস্থার কচিকাঁচারা। যশস্বী নৃত্য গুরু কোহিনুর সেন বরাটের পরিবেশিত নৃত্য উপস্থিত সকলের মন জয় করে নেয়।।নৃত‍্যশিল্পী দ্রাবিন চট্টোপাধ্যায় ও অনন‍্যা দাস নায়েকের অসাধারণ নয়নাভিরাম যুগলবন্দীতে দর্শকদের মোহিত করলো নৃত্যনাট্য রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা”। মনসামঙ্গল মঙ্গলকাব‍্যের কাহিনী অবলম্বনে কেন্দ্রীর চরিত্র বেহুলার উপর আধারিত বিশেষ নৃত‍্য।এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের “রিং ডান্স”। এছাড়াও ছিল নানা স্বাদের নৃত্য ও আবৃত্তির অনুষ্ঠান। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বাড়তি অনুপ্রেরণা যোগায় সুদুর ব‍্যাঙ্গালুরু থেকে নৃত্যগুরু শ্রীনিবাসন রাজেন্দ্রনের শুভেচ্ছা মূলক বিশেষ ভিডিও বার্তা। নৃত‍্যগোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন অনন‍্যা পান্ডে ও রাহুল চন্দ্র। অধ‍্যক্ষা মেদিনীপুরের অন্যান্য দাসের বিয়ে হয়েছে বাঁকুড়ার সোনামুখীতে আর বর্তমানে নিজের নৃত্যশিক্ষার স্বার্থে থাকেন সুদুর ব‍্যাঙ্গালুরুতে , সেখান থেকেই বেশির ভাগ সময়ই ভিডিও কলের মাধ্যমে মেদিনীপুরের নাচের ক্লাস সামলান। অনন‍্যার কথায়,এ কাজে তাঁর স্বামী প্রীতম নায়েকের বিশেষ সহযোগিতা ও উৎসাহের পাশাপাশি শ্বশুর বাড়ি ও বাবার বাড়ির লোকদের বিশেষ অণুপ্রেরণা রয়েছে। সাম্প্রতিক কালে নৃত‍্য মঞ্জরীশিল্পীরা যেমন বিভিন্ন নৃত্যমঞ্চে সাফল্য লাভ করছে তেমনি ভূমিকা ব‍্যানার্জী, অনুষ্কা লৌহর মতো শিল্পীরা বিভিন্ন টিভি চ্যানেলের নাচের রিয়েলিটি শো-এর মঞ্চ মাতিয়েছে। অনুষ্ঠান দেখতে এসে আবৃত্তি ও নৃত‍্যমঞ্জরীর শিল্পীদের উপস্থাপনায় আপ্লুত কবি নির্মাল্য মুখোপাধ্যায়, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, বিমান গুপ্ত সহ সমস্ত দর্শকরা।

আরও পড়ুনঃ পরিচ্ছন্ন পরিবেশ গড়ার অভিযানে পথ নাটক প্রদর্শন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here