প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। ফলে বিপর্যস্ত অধিকাংশ পরিষেবা। এরই মধ্যে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রায়গঞ্জ ইণ্ডাস্ট্রিয়াল মার্কেট ডাকঘরের লিঙ্ক বিকল থাকায়, চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা ।
এদিন গ্রাহকদের অভিযোগ, ভারপ্রাপ্ত পোস্ট মাস্টারের ব্যর্থতার কারণেই তাঁরা সমস্যায় পড়েছেন । তবে পোস্ট মাস্টার অবশ্য জানিয়েছেন, “লিঙ্ক বিকল থাকার কথা উচ্চপদস্থ কর্তাদের জানিয়েছি। এদিকে লক ডাউনের কারণে প্রশিক্ষিত কর্মীরা এখানে আসছেন না। তার ফলেই লিঙ্ক চালু করা যাচ্ছে না”।
আরও পড়ুনঃ সংক্রমণাত্বক রোগীদের একাই কোয়ারেন্টাইন সেণ্টারে থাকার দায়ে শো’কজ দুই স্বাস্থ্যকর্মীর
তবে রায়গঞ্জ সুপার মার্কেটের ইণ্ডাস্ট্রিয়াল মার্কেট ডাকঘরে আর পাঁচটি ডাকঘরের মতোই অবসরপ্রাপ্ত প্রবীণদের বিভিন্ন ধরনের নীতি ও অ্যাকাউন্ট রয়েছে ।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা অনেকেই এখান থেকে টাকা তুলে সংসার চালান । সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সেই সব অবসরপ্রাপ্ত কর্মীরা। লিঙ্ক না থাকার ফলে এরা ডাকঘর থেকে টাকা তুলতে পারছেন না। যার জেরে ব্যাপক সমস্যায় পরেছেন গ্রাহকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584