অনুমতি ছাড়া ২২টি বৃক্ষ নিধন

0
56

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের একটি মিশনে নিয়ম না মেনেই কাটা হলো ২২ টি গাছ। খবর পেয়ে কেটে ফেলা ২২ টি বড় গাছ উদ্ধার করল বন দফতর।

cutting trees | newsfront.co
নিধন।নিজস্ব চিত্র

অনুমতি ছাড়াই মূল্যবান গাছগুলি কাটা হয়েছে বলে অভিযোগ। কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে হবে বলে জানায় বালুরঘাট রেঞ্জের বন আধিকারিক।

cutting trees | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে, বালুরঘাট শহরের সাহেব কাছারির এলাকায় রামকৃষ্ণ সারদা মিশনের ভেতরে অবৈধভাবে গাছ কাটা হচ্ছিল কয়েক দিন ধরে। এলাকাবাসী খবর দেয় বন দফতরে। এরপরেই সেখানে হানা দেয় বন কর্মীরা। বনকর্মীদের দেখেই সেখান থেকে পালিয়ে যায় গাছের কারবারিরা। কাটা অবস্থার উদ্ধার হয় ১৫ টি জারুল, ৫ টি অর্জুন, ১ পিঠাই এবং ১ টি কৃষ্ণচূড়া গাছ। তবে গাছ কাটার অনুমতি রয়েছে বললেও উপস্থিত বন কর্মীদের গাছ কাটার প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেনি কর্তৃপক্ষ।

মিশনের মাতাজি গৌতম পান্না বলেন, বন দফতরকে জানানো হয়েছিল। গাছগুলি অকেজো ছিল বলে কাটা হচ্ছিল। এই গাছগুলি কাটার পরিবর্তে বনদফতর তাদের ৫৪ টি চারাগাছ দিয়েছে লাগানোর জন্য। তবে গাছ কাটার অনুমতি পত্র দেখাতে পারেননি মাতাজি।

আরও পড়ুনঃ বর্ষা এলেই পদ্মাপাড়ে ব্যস্ততা বাড়ে নৌকা কারিগরদের

বালুরঘাট বন বিভাগের রেঞ্জার আব্দুর রেজ্জাক বলেন, কোন অনুমতি নেওয়া হয়নি বনদফতর থেকে। খবর পাওয়া মাত্র তাদের কর্মীরা যায় সেখানে। গাছগুলি ফেলে গাড়ি নিয়ে পালায় অসাধু গাছ কারবারিরা। তারা কাটা গাছগুলি উদ্ধার করেছেন। অসাধু গাছ কারবারি এবং আশ্রম কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হচ্ছে। সঠিক উত্তর না মিললে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here