নবনীতা দত্তগুপ্ত, ওয়েবডেস্কঃ
নিজের জন্ম শতবর্ষ পালন করার প্রাক্কালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ সেনানী ক্যাপ্টেন টম ম্যুর প্রায় কুড়ি মিলিয়ন পাউন্ড (২০০ কোটি টাকা) ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের (NHS) হাতে তুলে দিয়েছিলেন।

সাম্প্রতিককালে কোনও ব্যক্তিবিশেষের মাধ্যমে এত বিশাল পরিমাণ অর্থ ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবায় দান করার কথা শোনা যায়নি। ঠিক সেভাবেই এবার পূর্ব লন্ডন নিবাসী শতায়ু পেরোনো বঙ্গ সন্তান দবিরুল ইসলাম চৌধুরী নিজের বাগানে প্রতিদিন একশো বার হেঁটে ব্রিটেনে ও বাংলাদেশে করোনা মোকাবিলায় ৬২০০০ পাউন্ড তুলে দিলেন চ্যারিটিতে।

ব্রিটেনের জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল ‘এস রামাদান ফ্যামিলি কমিটমেন্ট’ বা ‘আর এফ সি’র জন্য রোজা রেখেই ইস্ট লন্ডনে বাড়ির বিশাল এস্টেট গার্ডেনে গত ২৬ এপ্রিল থেকে দিনে একশো বার হাঁটা শুরু করেছেন তিনি।
আরও পড়ুনঃ জীবনের ঝুঁকি নিয়ে কাজ স্বীকৃতি পেল! পুলিৎজার পুরস্কারে ভূষিত তিন কাশ্মীরি চিত্রগ্রাহক

মাত্র ১ হাজার পাউন্ডের টার্গেট নিয়ে তার হাঁটা শুরু হলেও আজ এই প্রতিবেদন লেখা অবধি দবিরুল চৌধুরি জাস্ট গিভিং পেজ-এর মারফত ৬২,০৯১ পাউন্ড সংগ্রহ করেছেন। এই অর্থ চ্যানেল এস-এর সঙ্গে জড়িত ২৬টি চ্যারিটি সংস্থা সমানভাবে ভাগ করে নেবে, যা কিনা ব্রিটেন ছাড়াও বাংলাদেশে করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত হবে।
রোজা রেখেও এই শতোর্ধ বয়সে দবির চৌধুরী এখনও প্রতিদিন হাঁটছেন। তাঁর মতে, “আমি হাঁটতেই থাকবো, প্রয়োজনে একশো বারেরও বেশি। আমি নিজে গাড়ি চালিয়ে অন্যান্য নেতাদের নিয়ে ১৯৭১ সালে প্রবাসে মুক্তিযুদ্ধের প্রচারের জন্য ব্রিটেনের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছি। আজ করোনা ভাইরাসের এই যুদ্ধে আবারও মাঠে আছি, পাশে চাই সবাইকে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584