দাদাগিরির গ্র্যান্ড ফিনালে আসন্ন

0
274

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Saurav Ganguly | newsfront.co

অনেক সুবিধা অসুবিধার পাহাড় পার করে শুরু হয়েছিল ‘দাদাগিরি সিজন ৮’। শোনা গিয়েছিল প্যান্ডেমিক পরিস্থিতি বসত গড়ার আগেই গ্র্যান্ড ফিনালের প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ‘দাদাগিরি সিজন ৮’। খুব বেশি পর্ব দেখানোও বাকি ছিল না।

Dadagiri | newsfront.co

গত কয়েকদিনের পর্বে দাদা সৌরভ গাঙ্গুলির প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী, দেবশ্রী রায়, জয়জিত ব্যানার্জি, নীল মুখার্জি, রাজেশ শর্মা, মিঠু চক্রবর্তী এবং সারেগামাপা’র কনটেসট্যান্টরা।

Sonali | newsfront.co

পুরনো মেজাজে জমে উঠেছিল দাদার মঞ্চ। এবার চুড়ান্ত পর্বের দিন আসন্ন। সেরাকে বেছে নেওয়ার পালা এবার।

Rupankar | newsfront.co

Mir Afsar Ali | newsfront.co

আগামী ১৩ সেপ্টেম্বর ‘দাদাগিরি সিজন ৮’-এর গ্র্যা্ন্ড ফিনালে। হাসি, মজা, নাচ, গানে মেতে উঠবে দাদার মঞ্চ। প্রশ্নবাণ আর গুগলির টেনশন কমাতে উপযুক্ত টনিক হিসেবে থাকবেন কাঞ্চন মল্লিক এবং বিশ্বনাথ বসু।

আরও পড়ুনঃ আসছে ‘দুর্গা সপ্তশতী সম্ভবামি যুগে যুগে’

Monami | newsfront.co

Anupam | newsfront.co

মঞ্চ মাতাবেন চন্দ্রবিন্দু ব্যান্ডের অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং উপল সেনগুপ্ত, অনুপম রায়, রূপঙ্কর, সোমলতা, মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী, রাঘব চ্যাটার্জি, মীর ও তাঁর ব্যান্ড, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, সোনালী চৌধুরী, মনামী ঘোষ সহ আরও অনেকে। ১৩ সেপ্টেম্বর ঠিক রাত ৮ টা থেকে দেখুন ‘দাদাগিরি সিজন ৮ গ্র্যান্ড ফিনালে’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here