মেদিনীপুরে প্রদ্যুৎ স্মৃতি সদনে নৃত্য সন্ধ্যা

0
48

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

dance programme | newsfront.co
ছবি-গৌতম দেব ও সৃজন ভূমি পরিবারের সৌজন্যে।

মঙ্গলবার সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নৃত্য সন্ধ্যা উপহার দিলো মেদিনীপুরের সুপরিচিত নৃত্য প্রশিক্ষণ সংস্থা সৃজন ভূমি। জেলা পরিষদ হলে প্রদ্যুৎ স্মৃতি সদনে আয়োজিত এই অনুষ্ঠানের গোড়াতেই শাস্ত্রীয় নৃত্য ও পুষ্পাঞ্জলির মাধ্যমে অতিথির অভিবাদন জানান সৃজনভূমির শিক্ষার্থীরা। সবাইকে স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের দুই প্রশিক্ষক রাজনারায়ণ দত্ত ও শ্রাবণী দত্ত। এর ঠিক পরে পরেই অনুষ্ঠিত হয় ভারতনাট্যম নৃত্যের এক অনন্য উপস্থাপনা “তিলান্না”।

dance programme | newsfront.co
ছবি-গৌতম দেব ও সৃজন ভূমি পরিবারের সৌজন্যে।

অনুষ্ঠান মঞ্চেই প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যদিয়ে ৮৯ তম জন্মদিবসে স্মরণ করা হয় বঙ্গীয় সঙ্গীত পরিষদের প্রাণপুরুষ, প্রখ্যাত সঙ্গীতগুরু, সুরকার, গীতিকার প্রয়াত সুবোধ গঙ্গোপাধ্যায়কে। সৃজন ভূমির পক্ষ থেকে এবারের সুবোধ গঙ্গোপাধ্যায়কে স্মৃতি সম্মাননা তুলে দেওয়া হয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী শ্রীলেখা মুখোপাধ্যায়ের হাতে। উপস্থিত ছিলেন বঙ্গীয় সঙ্গীত পরিষদের কোষাধ্যক্ষ শ্যামল গঙ্গোপাধ্যায়, সুবোধ গঙ্গোপাধ্যায়ের পুত্রবধূ মিতা গঙ্গোপাধ্যায়, মেদিনীপুর সদরের মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ, বিধায়ক দীনেন রায়, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সঙ্গীত শিল্পী হায়দার আলি,বাচিক শিল্পী অমিয় পাল, রবীন্দ্র স্মৃতি সমিতির সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

dance programme | newsfront.co
ছবি-গৌতম দেব ও সৃজন ভূমি পরিবারের সৌজন্যে।

এরপর ‘স্বার্থপরতা  নয় ভালোবাসাই হলো মানুষকে জয় করার মূলমন্ত্র’ এই বার্তা দিয়ে অনুষ্ঠিত হয় শিশুব্যালে নৃত্য ‘স্বার্থপর খুড়ো’। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নৃত্যগুরু শিবনারায়ণ চক্রবর্তীর তত্ত্বাবধানে কলকাতা থেকে আগত নৃত্য সংস্থা “শিবাঙ্গ” পরিবেশিত ওডিশি নৃত্যের বিশেষ অনুষ্ঠান। শেষলগ্নে বিভিন্ন ঋতুর সঙ্গে মিশে থাকা মানুষের জীবনের আনন্দ, দুঃখ নিয়ে পরিবেশিত হয় নবনৃত্যধারার ব্যালে “ঋতুমন”।

dance programme | newsfront.co
ছবি-গৌতম দেব ও সৃজন ভূমি পরিবারের সৌজন্যে।

আরও পড়ুনঃবিশ্ব ডুয়ার্স উৎসবের প্রস্তুতি ঘিরে উদ্দীপনা

এবছর ২৫ তম বর্ষে পদার্পণ করলো সৃজন ভূমি। সেই উপলক্ষ্যে দুই প্রশিক্ষক রাজনারায়ণ দত্ত ও শ্রাবণী দত্তের হাতে উপহার ও চারাগাছ তুলে দিয়ে শ্রদ্ধা জানালো ছাত্র-ছাত্রীরা। হলভর্তি প্রদ্যুৎ স্মৃতি সদনে আয়োজিত এই মনোগ্রাহী নৃত্য সন্ধ্যা সঞ্চালনা করেন বাচিক শিল্পী মোম চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সমাজসেবার কাজে বিশেষ অবদানের জন্য সুদীপ কুমার খাঁড়া, সুব্রত মহাপাত্র, অরিন্দম দাস,মণিকাঞ্চন রায়, অমিত সাহু, সুশান্ত ঘোষ প্রমুখকে সম্মাননা জ্ঞাপন করা হয়। গোটা অনুষ্ঠান টি সুষ্ঠু ভাবে সম্পন্ন হবার জন্য সবাইকে ধন্যবাদ জানান রাজনারায়ণ দত্ত ও শ্রাবণী দত্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here