সিউড়ি প্রশাসনিক ভবনের সামনে দিনের আলোয় দুঃসাহসিক ছিনতাই

0
72

পিয়ালী দাস, বীরভূমঃ

পথ চলতি মানুষ কে তাক লাগিয়ে খোদ প্রশাসন ভবন চত্বর থেকে আট লক্ষ টাকা ছিনতাই করে ফেরার যুবক ।আতঙ্কে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ বাসিন্দারা।

চুরি ছিনতাইয়ের ঘটনা কম নয় সিউড়িতে। বছরখানেক ধরে লাগাতার একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে যাচ্ছে । কখনো লক্ষাধিক ,কখনো তার বেশি কখনো আবার ছোটখাটো ,কিন্তু আটকাতে পারছে না পুলিশ।এবার আটলক্ষ টাকার চুরি হয়ে গেল খোদ প্রশাসন ভবন চত্বর থেকে। মহম্মদ বাজার থানার বলিহার পুর গ্রামের বাসিন্দা সুকুমার মন্ডল।

প্রশাসনিক ভবন চত্বর। নিজস্ব চিত্র

সিউড়ি প্রশাসন ভবন চত্বরে পাশে থাকা স্টেট ব্যাংক থেকে আট লক্ষ টাকা তুলে বাড়ি ফিরছিলেন ।প্রশাসন ভবনের গেটের সামনেই তার বাইক আটকায় দুইজন যুবক এবং প্রকাশ্যে দিনের আলোয় সকলের সামনে টাকা ছিনতাই করে বাইক নিয়ে পালিয়ে যায় দুই যুবক। ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তাকে, মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

বাসিন্দারা প্রশ্ন তুলছে প্রশাসন ভবনের সামনে যদি এই ঘটনা ঘটে তাহলে নিরাপত্তা কোথায়। ১৪৪ ধারা জারি থাকা এমন এলাকায় এই ধরনের ছিনতাই! আতঙ্কিত সাধারণ বাসিন্দারা। চুরি হয়ে যাওয়ার জায়গা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে ট্রাফিক সিগন্যাল ,প্রশ্ন উঠছে সেখানে আটকানো গেল না ওই যুবকদের? সেই সময় কর্তব্যরত পুলিশ কি করছিল সেখানে? সিসিটিভি দিয়ে মোড়া রয়েছে পুরো এলাকা ,কিন্তু এখনও দুষ্কৃতিদের চিহ্নিত করতে পারলো না কেন?সিসিটিভি ক্যামেরাগুলি কি আদৌ চালু রয়েছে নাকি বিকল?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here