সরকারি আবাসনে দুঃসাহসিক চুরি

0
47

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত নকশালবাড়ি ব্লকের নকশালবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়াটারে চুরির ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।পেশায় নকশালবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নার্স অনিন্দিতা দাসের অভিযোগ যে ছুটিতে বাইরে ঘুরতে যান তিনি,এরপর এদিন সকালে কোয়াটারে ফিরে ঘরে ঢুকে দেখেন যে ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র উলোট পালোট অবস্থায় রয়েছে। এবং আলমারি ভাঙা অবস্থায় রয়েছে।এই দেখেই বুঝতে দেরি হয়নি।

ছড়ানো ছেটানো বাড়ির জিনিসপত্র। নিজস্ব চিত্র

জানা গিয়েছে যে প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গয়না সহ নগদ ২৫ হাজার টাকা চুরি গিয়েছে।তরীঘরী খবর দেন নকশালবাড়ি থানার পুলিশ।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নকশালবাড়ি পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে প্রশ্ন উঠছে যে নকশালবাড়ি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে নকশালবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়াটার এবং সেখানেই এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল।এর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে শুরু করেছে।স্থানীয়দের অভিযোগ যে থানার পাশেই যদি এই রকম চুরির ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কি করবে।

আরও পড়ুনঃ বারবার বিদ্যালয়ে চুরির ঘটনায় জেরবার মোহনপুর হাইস্কুল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here