মেদিনীপুরে প্রবাহমান সাহিত্য উৎসব ও চুনী কোটাল স্মৃতি সম্মান প্রদান

0
371

সুদীপ কুমার খাঁড়া,মেদিনীপুর:-

প্রবাহমান” সাহিত্য পত্রিকার উদ‍্যোগে মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে রবিবার অনুষ্ঠিত হলো একদিনের সাহিত্য উৎসব ও চুনী কোটাল স্মৃতি সম্মান-২০১৭ প্রদান অনুষ্ঠান। এই সাহিত্য উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল‍্যাণ মন্ত্রী চুড়ামণি মহাতো। স্বাগত ভাষণ দেন এই উৎসবের মূল হোতা প্রবাহমান সাহিত্য পত্রিকার সম্পাদক তথা চুনী কোটালের ভ্রাতুষ্পুত্র মৃণাল কোটাল। মৃণাল বাবু তাঁর বক্তব্যে ভারতবর্ষের লোধা জনজাতির প্রথম স্নাতক চুনী কোটালের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি এই সাহিত্য উৎসবের লক্ষ্য আলোচনা করেন।

পুরষ্কৃততরুণ প্রজন্মের কবি-সাহিত‍্যিক

আলোচনায় অংশ নেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক মধুপ দে,কবি-সাহিত‍্যিক ঋজুরেখ চক্রবর্তী, সাহিত্যিক বিনোদ ঘোষাল, সাহিত্যিক অজিতেশ নাগ, চিত্রপরিচালক পার্থসারথি শ‍্যাম, জনজাতি বিষয়ক গবেষক শান্তনু পান্ডা প্রমুখ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।

সঙ্গীত পরিবেশন করেন সুমেধা চক্রবর্তী, বৃতি চট্টোপাধ্যায়, অর্নব সেন প্রমুখ সঙ্গীত শিল্পী। আবৃত্তি পরিবেশন করেন মৈথিলী ঘোষ, বৃষ্টি চক্রবর্তী, কোয়েল চৌধুরী প্রমুখ।

এই অনুষ্ঠানে বাংলার বিভিন্ন জেলার মোট ৫৮ জন তরুণ প্রজন্মের কবি-সাহিত‍্যিক কে চুনি কোটাল স্মৃতি সম্মান প্রদান করা হয়। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন দুই বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী আগমনী কর মিশ্র ও সুজাতা কয়াল

চুনি কোটাল স্মৃতি সম্মানে ভূষিত হলেন অভিনন্দন মুখোপাধ্যায়, সৌতিক হাতি, অভিমন্যু মাহাত, গোলাম কাদের, নৈঋতা চক্রবর্তী, নার্গিস বেগম, পলাশ মজুমদার, সৌরভ বিশাই, সন্তু জানা, সৈকত ঘোষ ,অরিণ দেবের মতো বর্তমান প্রজন্মের উদীয়মান কবি সাহিত্যিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here