লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার তিন

0
155

ভাস্কর ঘোষ, জঙ্গিপুর , ১৭ ডিসেম্বর :-

এক লাখ টাকার জালনোট সহ ৩ জনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ।
শনিবার রাতে সামশেরগঞ্জ থানার ধুলিয়ান ফেরিঘাট থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

উদ্ধার হওয়া নোট

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আকবর আলি, আবু তাহের শেখ ও সাত্তার শেখ। তাদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি সুতি থানা এলাকায়। আর পরের জনের বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ এলাকায়। ধৃতদের কাছে তল্লাসি চালিয়ে ২০০টি নতুন ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়েছে। ওই জাল নোটগুলি মালদহ থেকে নিয়ে এসে ঝাড়খন্ডের সাহেবগঞ্জ নিয়ে যাওয়া হত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে বলে জানা গেছে।                    সামশেরগঞ্জ থানার ওসি অমিত ভগত বলেন, এর আগে এই জেলায় কোথাও পাঁচশো টাকার জালনোট উদ্ধার হয়নি।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে
সামশেরগঞ্জ থানার ধুলিয়ান ফেরি ঘাটে ওত পেতে বসে থাকে পুলিশ। নৌকা থেকে তিন পাচারকারী নামতেই তাদের আটক করে পুলিশ। তাদের ৩ জনের কাছে তল্লাশি চালিয়ে  এক লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়। সবগুলি নতুন পাঁচশো টাকার নোট বলে পুলিশ সূত্রে জানা গেছে। তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে,  মালদা হয়ে জালনোটগুলি হাড়খন্ডের সাহেবগঞ্জ এলাকায় পাচার করা হত।
এই জেলায় প্রথম ৫০০ টাকার জাল নোট উদ্ধার হওয়ায় রীতিমত  উদ্বিগ্ন জেলা পুলিশ প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here