নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শালবনী পঞ্চায়েত সমিতির ১০নং কর্ণগড় গ্রামপঞ্চায়েত কার্যালয়ে ঘটল চুরির ঘটনা।এই গ্রামপঞ্চায়েতের কার্যালয়টি অবস্থিত ভাদুতলাতে।গতকাল রাত্রিতে দুষ্কৃতিরা কার্যালয়ের তালা ভেঙ্গে অফিসের ল্যাপটপ, কম্পিউটার সহ নানান জিনিস চুরি করে নিয়ে যায়।ল্যাপটপ, কম্পিউটারের পাশাপাশি আর কি কি চুরি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।এই কার্যালয়ের কর্মরত এক কর্মী জানান অফিসে আসার পরেই দেখি তালা ভাঙ্গা ভিতরে গিয়ে দেখি ল্যাপটপ, কম্পিউটার নেই।সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।কে বা কারা করেছে এই কাজ তা তদন্ত শুরু করেছে পুলিশ।জাতীয় সড়কের ধারে এইভাবে পঞ্চায়েত কার্যালয়ে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন এলাকাবাসী।
তাদের বক্তব্য ভাদুতলা মোড়ে চব্বিশ ঘন্টা পুলিশ পাহারা থাকার কথা, এবং থাকেও তা সত্ত্বেও কিভাবে চুরির ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার মর্টার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584