বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মনিরাম গ্রাম পঞ্চায়েতের অধীনে ছোট্ট একটি গ্রাম আশাপুর।এলাকায় বর্তমানে ভোটারের সংখ্যা প্রায় সত্তর জন। মূলত আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। এলাকাবাসীদের অভিযোগ যে দীর্ঘ ষাট বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। কিন্তু আজও অধরা গ্রামের নুন্যতম প্রয়োজন।একদিকে কাঁচা রাস্তা, ভাঙা সেতু ও পানীয় জলের অভাব,অপরদিকে গ্রামের সাথে সংযোগ রক্ষাকারি রাস্তাকে চিরে চলে গেছে ডুমুরিয়া নদী কিন্তু তার উপরে তৈরি সেতুটি দীর্ঘ দিন ধরে ভাঙা ফলে বিপজ্জনক ভাবে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। যার জন্য স্বাস্থ্যপরিষেবা বা বাজারের জন্য প্রায় ছয় কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। যার কারনে অনেক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে পথেই মৃত্যু হচ্ছে।
তবে এই ভাবে চলতে থাকলে হয়তো এই ছোট গ্রামটির কোন আস্তিত্বই থাকবে না। এলাকাবাসীর আরও অভিযোগ বারংবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিডিওকেও জানানো হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি খালি হয়রানি ছাড়া। তবে এলাকাবাসীদের দাবি যে যদি কোন ভাবে ভাঙা সেতুটি যদি সংস্কার করা হয় তবে তাদের পক্ষে পথ চলা সহজ ও নিরাপদ হবে। অপরদিকে এই বিষয়ে নকশালবাড়ি ব্লকের বিডিও বাপি ধরকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে বিষয়টি জানা ছিল না তবে দেখছি কি করা যায়। তবে দেখার বিষয় কবে প্রশাসনের টনক নড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584