কালিয়াগঞ্জে ষোলো দলীয় দিবারাত্রি ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

0
113

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

day night badminton competition
নিজস্ব চিত্র

বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মনিবাগে প্রদীপ সংঘের উদ্যোগে ১৬ দলীয় দিবারাত্রি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায়।তিনি বলেন সব ভালো যার শেষ ভালো।অর্থাৎ খেলার শেষ মুহূর্ত পর্যন্ত যেন সুশৃঙ্খল ভাবেই খেলার পরিসমাপ্তি ঘটে।উপস্থিত ছিলেন প্রবীণ ফুটবল খেলোয়াড় মিহির ভৌমিক, সমাজসেবী শ্যামা সিকদার,সমাজসেবী অনির্বান চক্রবর্তী।প্রদীপ সংঘের সম্পাদক বিপ্লব সাহা জানান তাদের ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলায় শিলিগুড়ি, মালদা,বালুরঘাট এবং কালিয়াগঞ্জের মোট ১৬টি দল অংশ গ্রহন করেছে।খেলায় চ্যাম্পিয়ান দল পুরস্কারের সাথে প্রাইজ মানি ৫০০০(পাঁচ হাজার) এবং রানার্স দল পুরস্কারের সাথে ৩০০০(তিন হাজার) টাকা পাবে বলে জানান।খেলা শুরু হবার প্রথমে ক্লাবের পতাকা উত্তোলন এবং খেলার উদ্বোধক ব্যাডমিন্টন খেলার মাধ্যমে প্রতিযোগীতার সূচনা করেন।

আরও পড়ুনঃ অভিনব উপায়ে ডিম থেকে বাচ্চা বের করে প্রশংসিত দেবাশীষ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here