মুর্শিদাবাদে ফিরল মুম্বইয়ে নিহত ৪ পরিযায়ী শ্রমিকের কফিনবন্দী দেহ

0
68

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের কান্দি মহকুমার চার পরিযায়ী শ্রমিক মুম্বাই রাজমিস্ত্রির কাজ করার সময় বহুতল বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়। আজ তাদের নিথর দেহ কফিন বন্দী হয়ে বাড়ি ফিরল। তাদের মৃতদেহ কলকাতা বিমানবন্দর থেকে আনতে যান ভরতপুর ব্লকের সহকারী বিডিও উদয়নারায়ন দে। বিডিও উদয়নারায়ণ দে ও ভরতপুর থানার ওসি রাজু মুখার্জি কফিনবন্দি মৃতদেহ গুলি শ্রমিকদের পরিবারের হাতে তুলে দেন।

Pay homage
নিজস্ব চিত্র

শেষবারের মত দেখার জন্য অপেক্ষায় ছিল পরিবারের মানুষজন, গ্রামের বাড়িতে মৃতদেহ আসতেই কান্নায় ভেঙে পরে পরিবার ও গ্রামবাসী। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের কফিনের উপরে মাল্যদান করে সমবেদনা জানানো হয়।

Coffin covered dead body
কফিন বন্দি মৃতদেহ। নিজস্ব চিত্র

পরিবারের অভাব মেটাতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল ওই চার শ্রমিক। গত শনিবার মুম্বইয়ের ওরোয়ালি হনুমান গলি এলাকায় নির্মাণ কাজ চলাকালীন বহুতলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদ জেলার চার শ্রমিকের। পরিবারের অভাব মেটাতে কাজে গিয়েও শেষ রক্ষা হল না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here