নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সাতসকালে প্রেমিকযুগলের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার মালবান্দি গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম গৌতম দাস (২২), মৃত মহিলার নাম মালতি দাস (২৫)।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মালবান্দির জঙ্গলে ওই দুই যুগলকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গড়বেতা থানার পুলিশকে। ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
আরও পড়ুনঃ মালদহে ফের করোনা আক্রান্ত ৭ জন
স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, অবৈধ সম্পর্কের জেরে আত্মঘাতী হয়েছেন ওই দুই যুগল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584