নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দুদিন নিখোঁজ থাকার পর অবশেষে শনিবার পাড়ার পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দেউলি মধ্য পাড়ার। মৃত ব্যক্তির নাম অনু নন্দী (৩৬)।
পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যায় ওই ব্যক্তি। তারপর আর বাড়ি ফেরেনি। কোনো খোঁজ না পাওয়ায় শুক্রবার বেলদা থানায় নিখোঁজ ডাইরি করে পরিবার। এদিন দেউলি মধ্য পাড়ায় একটি পুকুরে মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ অনুপ্রবেশের চেষ্টা, খতম দুই জঙ্গি
খবর দেওয়া হয় বেলদা থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে দাবি পুলিশের।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584