নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গত তিনদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় রেঞ্জ এর পাথরমারি এলাকার কদম ডাঙ্গার জঙ্গলে একটি দুই দিনের হস্তিশাবক জল খেতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়।
এরপর সেই হস্তি শাবক এর দেহটিকে ৪০ থেকে ৫০ টি হাতির পাল ঘিরে থাকে এমতো অবস্থায় ওই মৃত হস্তিশাবক টিকে বনদফতর উদ্ধার করতে গেলে অন্য হাতির পালের কাছে বাধার সম্মুখীন হতে হয়।
আরও পড়ুনঃ অবশেষে মৃত হস্তিশাবক উদ্ধার করল হাতির দল
ফলে উদ্ধার করা যায়নি ওই মৃত হস্তিশাবকটিকে, এরপর এক অভিনব কায়দায় সুরে করে প্রায় দেড় কিলোমিটার দূরে ট্যাঙাসোলের জঙ্গলে নিয়ে যায়।
অবশেষে শুক্রবার বিকেল নাগাদ ডিএফও ও এডিএফও একটি দল পটকা ও বোম ফাটিয়ে ওই মৃত হস্তিশাবকটিকে উদ্ধার করে বারোমেসা বিট অফিসে এনে ময়না তদন্ত করে রাতেই দাহ করবে বলে বনদফতর সূত্রে জানা যায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584