পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।শনিবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ধনকৌল গ্রাম পঞ্চায়েত অধীন ডালিম গা এলাকায় চাঁদ পুকুর কালিয়াগঞ্জ রাধিকাপুর রাস্তার ব্রিজের নিচে গুলিবিদ্ধ শিক্ষকের মৃতদেহ উদ্ধার হয় এদিন সকালে একশো দিনের কাজের শ্রমিকেরা কাজ করতে এসে মৃতদেহ দেখতে পায় খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানা পুলিশকে।
আরও পড়ুন: পূর্ণ বয়স্ক লেপার্ডের মৃতদেহ উদ্ধার
প্রাথমিকভাবে জানা যায় মৃত শিক্ষকের নাম মনিশ আগারওয়াল (৩৫) সে হেমতাবাদ থানার অন্তর্গত মাটিয়াডোম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভমেন্ট মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
হত্যা না আত্মহত্যা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ পাশ থেকে একটি নাইন এম এম পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584