তমলুকে মৃত গৃহবধূর অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের দাবিতে অবরোধ

0
44

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

 

muskan| newsfront.co
মৃত মুসকান। ফাইল চিত্র

গৃহবধূর মৃত্যু ঘিরে উত্তপ্ত তমলুক। মৃত বধূর অভিযুক্ত স্বামীকে গ্রেফতারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মহিলার পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা আজ ময়না ও শ্রীরামপুর ব্রিজে অবরোধ করে।

husband | newsfront.co
অভিযুক্ত মেহেবুব। ফাইল চিত্র

জানা যায় যে, গত ২৩ নভেম্বর  তমলুক থানার অন্তর্গত শিমুলিয়া গ্রামের বাসিন্দা মুসকান  বিবির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। গৃহবধূর বাপের বাড়ির আত্মীয়দের অভিযোগ শ্বশুর বাড়ির লোকজন মুসকানকে হত্যা করে ঝুলিয়ে দেয়। এরপর মৃত বধূর স্বামী, শ্বশুর বাড়ির বিরুদ্ধে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাপের বাড়ির পরিজনরা। কিন্তু এখনও পর্যন্ত মূল অভিযুক্ত মুসকানের স্বামী মেহবুবকে পুলিশ গ্রেফতার না করায় আজকে বিক্ষোভ দেখায় আত্মীয় পরিজন থেকে স্থানীয় বাসিন্দারা।

 

demonstration | newsfront.co
নিজস্ব চিত্র
 | newsfront.co20200103_191532
নিজস্ব চিত্র

বিক্ষোভে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে। সৃষ্টি হয় ব্যাপক যানজট।

demonstration | newsfront.co20200103_191352
অবরোধ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃসাপের কামড়ে আহত মহিলা

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here