মনিরুল হক, কোচবিহারঃ
ফের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে দিনহাটা কলেজ হল্ট সংলগ্ন পুঁটিমারি এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই ঘটনার খবর খবর দেওয়া হয় রেল পুলিশ ও দিনহাটা থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বামনহাট-আলিপুরদুয়ার গামী প্যাসেঞ্জার ট্রেনটি আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল। সেই সময় কলেজ হল্ট পার হয়ে পুঁটিমারি এলাকায় হঠাৎ ট্রেনের সামনে চলে আসেন ওই ব্যক্তি। চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। যদিও ট্রেন কিছুদূর এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে দেখে ভিড় জমায়। পরে রেল পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ সন্ধ্যে নামলেই ট্রেন লক্ষ্য করে পাথর, আহত নাবালিকা
পুলিশ সুত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির এখনও পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায় নি। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এখনও বোঝা যাচ্ছে না ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন নাকি এটা এক প্রকার দুর্ঘটনা। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584