শ্যামল রায়,কালনাঃ
মেয়ে জামাইয়ের স্কুটিতে চেপে কালনার গঙ্গায় তর্পণ করতে আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার।আহত জামাই ও মেয়ে।আহতদের ভর্তি করা হয়েছে কালনা মহকুমা হাসপাতালে।কালনা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মৃত মহিলার নাম আভারেজ(৫৫)।বাড়ি কালনা থানার অন্তর্গত সিমলন গ্রামে।
জানা গিয়েছে যে এদিন বেলা ১১ টা নাগাদ জামাই নির্মল রায়ের স্কুটিতে চেপে মেয়ের সাথে করে কালনায় গঙ্গায় তর্পণ করতে আসছিলেন।
তাই বর্ধমান কালনা সড়ক পথ ধরে মালতিপুর নদী ঘাটে তর্পণ করবেন বলে ঠিক করেছিলেন।
কালনা শহরে ঢোকার মুখে ধাত্রীগ্রাম রেলগেটের কাছে একটি দ্রুতগামী যাত্রীবোঝাই বাস এসে স্ক্রুটিকে পিছন দিকে ধাক্কা মারে।বাসের ধাক্কায় তিনজনেই ছিটকে পড়ে যান ছিটকে পড়ে যাওয়া আভাদেবীর উপর দিয়ে বাসটি চলে যাওয়ায়
ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।জামাই নির্মল রায় ও মেয়ে অর্পিতা রায় রাস্তায় ছিটকে পড়ে আহত হন।স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে আহতদের দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান। আভাদেবীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে আহত নির্মল রায় ও অর্পিতা রায়কে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে আহতদের অবস্থা ভালো।
তর্পণ করতে আসার পথে শাশুড়ির মৃত্যুতে হতবাক জামাই।শোক বিহ্বল মেয়ে অর্পিতা। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন: রায়গঞ্জে হস্তশিল্প মেলার উদ্বোধন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584